★ভারতের অভ্র উৎপাদন,বন্টন,বৈশিষ্ট্য&সমস্যা★ Mica প্রধানত অধাতাব খনিজ পদার্থ। এটি প্রধানত সিলিকেট পদার্থের সমষ্টি। ভারতে প্রধানত তিন প্রকারের Mica(অভ্র) পাওয়া যায়। যথা:- 1.মাসকোভাইট 2.ফ্লগোপাইট 3.বায়োটাইট ◆ভারতে অভ্র উৎপাদনের পরিমান:- 17,545 টন (2013-2014 সালের উৎপাদন) ■ UTILIZATION OF MICA :- 1.অভ্র উচ্চ ভোল্টেজ সহ্য করতে পারে তাই বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি ও ইলেকট্রনিক শিল্পে ব্যাপক পরিমানে অভ্র ব্যবহৃত হয়। 2.জিপসাম বোর্ড ও অন্যান্য দেওয়ালে পালিশ করার কাজে শুষ্ক অভ্র চূর্ণ ব্যাবহার করা হয়। 3.রং উৎপাদনের কাজে অভ্র ব্যবহার করা হয়। 4.পস্টিক ও কৃত্রিম রাবার উৎপাদন শিল্পে অভ্র ব্যাবহৃত হয়। 5। বিভিন্ন প্রসাধন দ্রব্য যেমন :- লিপস্টিক,মাসকারা, লিপগ্লাস, বিভিন্ন ময়েশ্চারাইজিঙ ক্রিম ইত্যাদি উৎপাদনে আদ্রঅভ্র কাঁচামাল হিসাবে ব্যাবহৃত হয়। ■ DISTRIBUTION OF MICA IN INDIA :- ভারতে প্রধানত অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা,ঝাড়খন্ড,বিহার,রাজস্থানে প্রচুর পরিমানে অভ্র পাওয়া যায়। ◆অন্ধ্রপ্রদেশ:- ভারতের বৃহত্তম অভ্র উৎপাদক রাজ্যটি হল অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যের ...