DIFFERENCE BETWEEN ACTIVE REMOTE SENSING & PASSIVE REMOTE SENSING SYSTEMS (সক্রিয় রিমোট সেন্সিং ব্যাবস্থা ও নিষ্ক্রিয় রিমোট সেন্সিং ব্যাবস্থার মধ্যে পার্থক্য) B.A, B.Sc Geography &H.S Geography উচ্চমাধ্যমিক ভূগোল


◆Active remote sensing system (সক্রিয় রিমোট সেন্সিং ব্যাবস্থা):-
1. যে রিমোট সেন্সিং ব্যবস্থায় সংবেদক গুলি শক্তি সংগ্রহ করে কিত্রিম ভাবে প্রস্তুত কোনো উৎস থেকে তাকে active remote sensing বলে।
2. এই system ব্যাবহৃত সংবেদক গুলির নিজস্ব আলো ও আলোক সজ্জা আছে।
3. এই  ব্যবস্থায় ব্যাবহৃত সংবেদক গুলির শক্তি র উৎস্ গুলি কিত্রিম ভাবে তৈরি করা হয় ।
4. এই ব্যবস্থায় ব্যাবহৃত হয় RADER, LIDER, ইত্যাদি।
5. এই ব্যাবস্থা অপেক্ষাকৃত উন্নত ও জটিল।


◆Passive remote sensing system (নিষ্ক্রিয় রিমোট সেন্সিং ব্যাবস্থা):- 
1. যে রিমোট সেন্সিং ব্যবস্থায়
     সংবেদক গুলি প্রতিফলিত তড়িৎ চুম্বকীয় বিকিরণ সংগ্রহ করে কোনো প্রাকৃতিক উৎস্ থেকে তাকে passive remote sensing system বলে।
2. এই ব্যবস্থায় সেন্সর গুলির নিজস্ব কোন আলো নেই। এরা সূর্য থেকে প্রতিফলিত আলো সংগ্রহ করে।
3. এই ব্যবস্থায় ব্যাবহৃত সেন্সর গুলির শক্তির উৎস্ হল সূর্য।
4. এই ব্যাবস্থা ব্যাবহৃত হয় ক্যামেরা তে।
5. এই ব্যাবস্থা অপেক্ষাকৃত কম উন্নত ও সরল।


Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর