প্রয়াত কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামি Chuni Goswami Died ( Footballer & Cricketer Chuni Goswami Died , RIP Chuni Goswami)





ভারতীয় ফুটবলের আকাশে নক্ষত্র পতন!
প্রয়াত কিংবদন্তী চুনী গোস্বামী। ভারতীয় ফুটবল ও  ক্রিকেটে নেমে এলো শোকের ছায়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন চুনী গোস্বামি। মোহনবাগান ফুটবল ক্লাবের হয়ে ফুটবল খেলতেন। মোট 50 টি ম্যাচ খেলছিলেন। 1956 সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার এবং 1968 সালে অবসর নেন তিনি। তিনি ভারতীয় ফুটবলকে অনেক কিছু দিয়েছিলেন। তার অধিনায়কত্বে ভারতীয় ফুটবল দল 1962 এশিয়ান গেমস এ Gold জিতিছিল। 1964 সালে এশিয়া কাপে রানার আপ হয়েছিল ভারতীয় টিম। ভারতীয় ফুটবলকে শক্তিশালী ও সমৃদ্ধ করেছিলেন তিনি। ভারতীয় ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও তার প্রচুর অবদান রয়েছে। তিনি ছিলেন একজন সফল ক্রিকেটারও। 1971-71 সালে বাংলা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি। তার নেতৃত্বে বাংলা ক্রিকেট টিম রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছিল। 
1983 সালে ক্রিয়াক্ষেত্রে তার অসীম অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় তাকে এবং 2005 সালে "মোহনবাগান রত্ন" পুরস্কার পান তিনি। 
ভারতীয় ক্রিকেট & ফুটবলে তার অবদান অসীম। আজ চুনী গোস্বামি বিকালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।










Comments

Popular posts from this blog

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর