শুভ নববর্ষ /১লা বৈশাখ/ বাংলা নতুন বছর /Bengali New Year




শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ। 
আজ ১লা বৈশাখ। বাংলা নতুন বছরের সূচনা। আজই দিনটি বাঙালিদের কাছে একটি উৎসব। প্রচুর আনন্দ করে বাঙালিরা আজকের দিনটিতে। বাঙালীদের বাড়িতে আজ পূজো হয়। আজ প্রত্যেক বাঙালিরা নতুন ক্যালেন্ডার ও মিষ্টি আনে।

কিন্তূ বর্তমানে গোটা বিশ্বের ভয়ঙ্কর পরিস্থিতি। করোনা ভাইরাসে জর্জরিত ভারত তথা পশ্চিমবঙ্গ। গোটা ভারতে চলছে লকডাউন। 30 শে এপ্রিল অব্দি পশ্চিমবঙ্গে lockdown চলবে। এই বার বাঙালি আর নতুন বছরকে জকজমকপূর্ণভাবে আহবান করতে পারবে না। নববর্ষের উৎসব পালন করতে পারবে না। ঘরে বসেই নতুন বছরকে আহবান করবে সমস্ত বিশ্ববাসী।






Comments

Popular posts from this blog

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর