শ্বেত পদ্ম ও লাল পদ্ম ফুল White & Red Lotus, Beauty of Lotus
পদ্ম ফুলের সৌন্দর্য্য।ভারতের জাতীয় ফুল হিসাবে পরিচিত পদ্ম ফুল। পদ্ম ফুলের গুরুত্ব অনেক বেশি। পদ্ম ফুল দেবী লক্ষীর ফুল। বিভিন্ন পুজোতে পদ্ম ফুল পৌরাণিক যুগ থেকেই ব্যাবহৃত হয়ে আসছে। পদ্ম ফুল প্রধানত গ্রীষ্ম ও বর্ষা কালে হয়। পদ্ম ফুল জলাশয় এ হয়। পশ্চিমবঙ্গে প্রধানত 2 ধরণের পদ্ম ফুল দেখতে পাওয়া যায়। যথা :- 1.শ্বেত পদ্ম। 2. লাল পদ্ম।
Comments
Post a Comment