DISTRIBUTION & UTILIZATIONS OF MICA IN INDIA, MICA PRODUCTION IN INDIA, What are the problems with India's MICA production? ভারতে অভ্র উৎপাদনের পরিমান, ভারতে অভ্রের বন্টন, ভারতের অভ্র বলয়, অভ্রের বৈশিষ্ট, ভারতের অভ্র উৎপাদনের সমস্যা।(উচ্চমাধ্যমিক, মাধ্যমিক & স্নাতক ভূগোল, H.S, MADHYMICK & Graduation Geography)
★ভারতের অভ্র
উৎপাদন,বন্টন,বৈশিষ্ট্য&সমস্যা★
Mica প্রধানত অধাতাব খনিজ পদার্থ। এটি প্রধানত সিলিকেট পদার্থের সমষ্টি। ভারতে প্রধানত তিন প্রকারের Mica(অভ্র) পাওয়া যায়। যথা:-
1.মাসকোভাইট
2.ফ্লগোপাইট
3.বায়োটাইট
◆ভারতে অভ্র উৎপাদনের পরিমান:- 17,545 টন (2013-2014 সালের উৎপাদন)
■ UTILIZATION OF MICA :-
1.অভ্র উচ্চ ভোল্টেজ সহ্য করতে পারে তাই বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি ও ইলেকট্রনিক শিল্পে ব্যাপক পরিমানে অভ্র ব্যবহৃত হয়।
2.জিপসাম বোর্ড ও অন্যান্য দেওয়ালে পালিশ করার কাজে শুষ্ক অভ্র চূর্ণ ব্যাবহার করা হয়।
3.রং উৎপাদনের কাজে অভ্র ব্যবহার করা হয়।
4.পস্টিক ও কৃত্রিম রাবার উৎপাদন শিল্পে অভ্র ব্যাবহৃত হয়।
5। বিভিন্ন প্রসাধন দ্রব্য যেমন :- লিপস্টিক,মাসকারা, লিপগ্লাস, বিভিন্ন ময়েশ্চারাইজিঙ ক্রিম ইত্যাদি উৎপাদনে আদ্রঅভ্র কাঁচামাল হিসাবে ব্যাবহৃত হয়।
■ DISTRIBUTION OF MICA IN INDIA :-
ভারতে প্রধানত অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা,ঝাড়খন্ড,বিহার,রাজস্থানে প্রচুর পরিমানে অভ্র পাওয়া যায়।
◆অন্ধ্রপ্রদেশ:-
ভারতের বৃহত্তম অভ্র উৎপাদক রাজ্যটি হল অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যের প্রধান Mica Belt টি নেল্লর জেলায় অবস্থিত।এই Mica Belt টি 100 km দীর্ঘ ও 25 km প্রশস্ত।এছাড়াও অন্ধ্রপ্রদেশের অন্যান্য অভ্র উৎপাদক অঞ্চল গুলি হল পশ্চিম গোদাবরী কৃষ্ণা(তিরুভুর),খাম্মাম (কুল্লুর) প্রভৃতি জেলা।
◆ রাজস্থান :- রাজস্থানের তিলওয়ারা, জয়পুর, টংক, শিখর, দুংগারপুর, আজমের জেলাই প্রচুর পরিমানে অভ্র পাওয়া যায়। রাজস্থানের প্রধান Mica Belt টি জয়পুর থেকে উদয়পুর অবদি বিস্তৃত।
◆ ঝাড়খন্ড :- ঝাড়খণ্ডের প্রধান অভ্র উৎপাদক অঞ্চলগুলো হল হাজারীবাগ ও গিরিডি জেলা। এখানে গিয়া থেকে হাজারীবাগ এবং কোডারমা অব্দি 150km দীর্ঘ ও 32 km প্রস্থের একটি Mica Belt দেখতে পাওয়া যায়। ঝাড়খণ্ডের কোডার্মা হল ভারতের অন্যতম প্রধান একটি অভ্র খনি।
◆বিহার :- বিহারের মুঙ্গের ও ভোগলপুর জেলায় অভ্র পাওয়া যায়।
◆ ছত্রিশগড় :- এই রাজ্যের বস্তার, বিলাসপুর, সুরগুজা প্রভৃতি জেলা অভ্র উপদনের জন্য পরিচিত।
◆ গুজরাট :- এই রাজ্যের ভাদোরা,সবরনাথ, বনসকান্তা জেলায় অভ্র পাওয়া যায়।
● ভারতে অভ্র উপদনের সমস্যা :-
1. দেশে প্রচুর পরিমানে বেআইনি অভ্র খনি গড়ে ওঠা।
2.অভ্রর গুঁড়ো শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে ক্যান্সরের ঝুঁকি থাকার ফলে শ্রমিকের অভাব দেখা দেয় কাজে।
3. অধিকাংশ অভ্ৰখনি গুলোতে শিশু শ্রমিকদের কাজে লাগানো হয়।
4. উন্নত যন্ত্রপাতি ও পরিকাঠামোর অভাব।
5. মূলধন বিনিয়োগকারীর অভাব।
Very helpful information
ReplyDelete