HAPPY BIRTHDAY SACHIN TENDULKAR, BIRTHDAY GOD OF CRICKET শুভ জন্মদিন শচীন টেন্ডুলকার


আজ 24 শে এপ্রিল ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকারের জন্মদিন। আজ 47 তম জন্মদিন তার। ভারতরত্ন জয়ী শচীন টেন্ডুলকার ভারতীয় ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটের সব থেকে উজ্জ্বল নক্ষত্র।শচীনের 24 বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে করেছে অসংখ্য নজির যার মধ্যে সবথেকে বড়ো কৃতিত্ব হলো 100 টি শতরান। শচীনকে ক্রিকেটের ভগবান হিসাবে পুজো করা হয়। সাচীন ক্রিকেটকে সবকিছুই দিয়ে দিয়েছে। 
বর্তমানে গোটা বিশ্ব জুড়ে চলছে করোনা ভাইরাসের তান্ডব। লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্চে এবং হাজার হাজার মানুষ মারা যাচ্চে। ভারতের অবস্থাও খারাপের দিকে যাচ্চে। এই রকম পরিস্থিতিতে শচীন তার birthday পালন করবে না বলে জানিয়েছে। তিনি এই কঠিন পরিস্থিতিতে সকলকে একত্রিত হয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য বলেছেন।




























Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM