1. পৃথিবীজুড়ে জলের ভারসাম্য বজায় থাকে জলচক্রের মাধ্যমে। জলচক্রের প্রধান অংশ হল সমুদ্র। 2. জলের চাপ, অভিকর্ষজ টান, প্রভৃতির উপর ভৌমজলের চলন নির্ভর করে। 3. মৃত্তিকার কনাগুলির মধ্যে শূন্যস্থান বা রঞ্জগুলিকে সচ্ছিদ্রতা বলে। এটি উদ্ভিদের বিকাশে সহায়ক। 4. শিলা বা মৃত্তিকার মধ্যে জল প্রবেশের ক্ষমতাকে প্রবেশ্যতা বলে। 5. ভুঅভ্যন্তরীণ যে শিলাস্তর জল শোষণ ও সরবরাহে অক্ষম তাকে বলে অপ্রবেশ্য স্তর। (সংসদ মডেল প্রশ্ন) 6. সচ্ছিদ্র না হলেও প্রবেশ এরকম কিছু শিলার উদাহরণ হল কোয়ার্টজাইট, গ্রানাইট। 7. ভূমির গঠন, ভূমির ঢাল, শিলার প্রবেশ্যতা, বৃষ্টিপাত, উদ্ভিদের অবস্থান প্রভৃতি ভৌমজলের নিয়ন্ত্রক। ৪. ভৌমজলের মূল উৎস হল আবহিক জল বা মিটিওরিক জল (Meteoric water)। (সংসদ মডেল প্রশ্ন) 9. পাললিক শিলা গঠনের সময় কখনো-কখনো জল তার মধ্যে আবদ্ধ জলকে বলে সহজাত জল। [HS-2016] 10. অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তা হল উৎস্যন্দ জল [HS-2019, 2022] 11. উৎস্যন্দ জল অতি গভীরে সৃষ্টি হলে তাকে বলে প্লুটনিক জল। (সংসদ মডেল প্রশ্ন, HS-2022) 12 . ভাদোস কথার অর্থ অগভীর স্তর। ক্রিয়েটিক কথার অর্থ কৃত্রিম কূপ...