পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ল্যাপ্লাসের নীহারিকা মতবাদটি আলোচনা কর মাধ্যমিক ভূগোল hs geography ucchomadhymik vugol world geography origin of earth laplas theory
Q. পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ল্যাপ্লাসের নীহারিকা মতবাদটি আলোচনা কর:-
Written By.... FIROZ MALLICK
Answer)মতবাদের মূল বক্তব্য: ল্যাপ্লাসের নীহারিকা মতবাদের মূল বক্তব্য গুলি হল যথা:-
1) উত্তপ্ত ঘুর্ণয়মান নীহারিকা: সৌরজগৎ সৃষ্টির আগে মহাশূন্যে উত্তপ্ত ও ঘুর্ণয়মান নীহারিকার অবস্থান ছিল ।
2) নীহারিকার সংকোচন ও গতি বৃদ্ধি: নীহারিকাটি তাপ বিকিরণ করে শীতল হয়ে সংকুচিত হতে থাকলে এর ঘূর্ণন গতি বৃদ্ধি পেতে থাকে।)
3) নীহারিকার মধ্যাংশে বলের ভারসাম্য: ঘূর্ণন বেগ এমন একটা অবস্থায় পৌঁছায় যে নীহারিকার নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ বল ও কেন্দ্রবিমুখ বল পরস্পর সমান হয় ৷
4) বস্তুকণা ছিটকে বলয় সৃষ্টি: এই সময় নীহারিকা আরও শীতল হয়ে সংকুচিত হতে থাকলে, নীহারিকার নিরক্ষীয় অঞ্চল থেকে বস্তুকণা ছিটকে বেরিয়ে এসে বলয়াকারে নীহারিকার চারিপাশে ওজন শূন্য অবস্থায় (যেহেতু কেন্দ্রবিমুখ ও অভিকর্ষজ বল সমান) ভসতে থাকে।
5) গ্রহ, উপগ্রহ ও সূর্য সৃষ্টি: অভিকর্ষজ বলের চেয়ে যখন কেন্দ্রবহির্মুখী বল বেশি হয়, তখন বলায়টি বিচ্ছিন্ন হয়ে 9 টি বলয়ের সৃষ্টি হয়। এই বলয় গুলি শীতল ও ঘনীভূত হয়ে পৃথিবীর সহ অন্যান্য গ্রহ ও উপগ্রহের উৎপত্তি হয়। নীহারিকার কেন্দ্রের অবশিষ্ট অংশ সূর্য রূপে অবস্থান করে।
•সমালোচনা: লা-প্লাসের নীহারিকা তত্ত্বটি যথেষ্ট জনপ্রিয়তা পেলেও বিভিন্ন বিজ্ঞানীগণ তার ত্রুটি গুলি তুলে ধরেন---নিম্নে সেগুলি আলোচনা করা হল:-
1) অসামাঞ্জস্যপূর্ণ ঘূর্ণন গতি— লাপ্লাস তার তত্ত্বে নীহারিকার যে পরিমাণ ঘূর্ণন বেগের কথা ব্যাখ্যা করেছেন তা সামঞ্জস্যপূর্ণ নয়। কেননা এত কম ঘূর্ণন বেগ গ্রহদের সৃষ্টির পক্ষে যথেষ্ট নয়।
2) বলয়ের বিচ্ছিন্ন করণ সংক্রান্ত সংশয়— নীহারিকা থেকে যে বলয় গুলি সৃষ্টি হয়েছিল, সেগুলির ভর এতটাই কম ছিল যে মহাকর্ষ বল দ্বারা ছিটকে গিয়ে গ্রহে পরিণত হওয়ার পক্ষে যথেষ্ট নয়।
3) নীহারিকার উৎপত্তি সংক্রান্ত তথ্যের অভাব— ল্যাপ্লাস তার তত্ত্বে নীহারিকার উৎপত্তি সংক্রান্ত তথ্যের সঠিক ব্যাখ্যা দিতে পারেননি।
4) পৃথক বৈশিষ্ট্যসম্পন্ন গ্রহের সৃষ্টি— নীহারিকা থেকে যে গ্রহগুলি সৃষ্টি হয়েছে সেগুলির প্রকৃতি, আয়তন, ভর, দূরত্ব বিভিন্ন হওয়ার সঠিক কারণ তিনি ব্যাখ্যা করতে পারেননি।
Comments
Post a Comment