ক্রান্তীয় মৌসুমি জলবায়ু কাকে বলে? ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থান এবং বৈশিষ্ট্য গুলি আলোচনা করো: madhymik vugol hs geography mousumi jolobayu
Q) ক্রান্তীয় মৌসুমি জলবায়ু কাকে বলে? ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থান এবং বৈশিষ্ট্য গুলি আলোচনা করো:-
Written by....... FIROZ MALLICK
Answer)•সংজ্ঞা ও নামকরণ: পৃথিবীর উভয় গোলার্ধে 10°থেকে 30° ডিগ্রি অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় অঞ্চলে সাধারণত মহাদেশে পূর্ব প্রান্তে যে উষ্ণ আদ্র জলবায়ু লক্ষ করা যায় তাকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলে।
••অবস্থান: ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অবস্থান হল:-
অক্ষাংশগত অবস্থান: উভয় গোলার্ধে 10°-30°ডিগ্রি অক্ষাংশের মধ্যে।
আঞ্চলিক অবস্থান— এশিয়া মহাদেশের দক্ষিণে ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, ফিলিপাইন দ্বীপপুঞ্জ, আফ্রিকা মহাদেশের মাদাগাস্কার, ইথিওপিয়া। দক্ষিণ আমেরিকার ব্রাজিলের পূর্ব উপকূল। উত্তর আমেরিকার মেক্সিকো, ফ্লোরিডা উপকূলে দেখা যায়।
••ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান প্রধান বৈশিষ্ট্য গুলি হল:
(i) উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল— গ্রীষ্মকালের সমুদ্রের উপর থেকে আদ্র মৌসুমী বায়ু স্থলভাগে প্রবেশ করায় গ্রীষ্মকাল আদ্র হয়। শীতকালে স্থলভাগের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয় বলে শুষ্ক হয়।
(ii) উষ্ণতা— মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালের গড় তাপমাত্রা প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় তাপমাত্রা প্রায় 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস।
(iii) বৃষ্টিপাত — মৌসুমী জলবায়ুতে বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 100 থেকে 200 সেন্টিমিটার এবং শীতকালে বৃষ্টিপাত হয় না বললেই চলে।
(iv) বিপরীতমুখী বায়ুপ্রবাহ:- মৌসুমী জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তনের সাথে সাথে বিপরীতমুখী বায়ু প্রবাহ দেখা যায়। যেমন গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হতে দেখা যায়।
(v) পর্ণমোচী বৃক্ষের উপস্থিতি:- মৌসুমি জলবায়ু অঞ্চলে ঋতুভিত্তিক বৃষ্টিপাত হওয়ার জন্য এখানে পর্ণমোচী বা পাতাঝরা বৃক্ষের অরণ্য লক্ষ্য করা যায়।
(vi) বায়ুর চাপ:- মৌসুমী জলবায়ু অঞ্চলে সূর্যের উত্তরায়ন ও দক্ষিনায়ন এর সাথে সাথে গ্রীষ্মকালে নিম্নচাপ এবং শীতকালে উচ্চচাপ সৃষ্টি হয়।
(vii) মৌসুমী বায়ুর খামখেয়ালী চরিত্র:-মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাবর্তনের কোনো নির্দিষ্ট সময় নেই, সুতরাং মৌসুমী বায়ুর খামখেয়ালীপনার জন্য মৌসুমী জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত অনিয়মিত হয়। এর ফলে মৌসুমী জলবায়ু অঞ্চলে খরা এবং বন্যার প্রবণতা লক্ষ্য করা যায়।
(viii) জলবায়ুগত প্রতিকূলতা:- মৌসুমী জলবায়ু অঞ্চলে সাইক্লোন, ঘূর্ণবাত এবং শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রবণতা লক্ষ্য করা যায়।
(ix) ঋতুর পর্যায়ক্রম— ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে সাধারণত পর্যায়ক্রমে চারটি ঋতু লক্ষ্য করা যায়। এগুলি হল- গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এবং শীতকাল ।
Comments
Post a Comment