নিরক্ষীয় জলবায়ু কাকে বলে? নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখ: madhymik vugol HS geography world geography nirokhiyo jolobayu


Q)নিরক্ষীয় জলবায়ু কাকে বলে? নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখ:

Written By...... FIROZ MALLICK 





Answer)•সংজ্ঞা ও নামকরণ : নিরক্ষরেখার উভয়দিকে ৫-১০ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে যে জলবায়ু বিরাজ করে বলে নিরক্ষীয় জলবায়ু বলে। 

••অবস্থান : অক্ষাংশগত অবস্থান:- নিরক্ষরেখার উভয়দিকে ৫°-১০ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে। 

মহাদেশগত অবস্থান: জাফ্রিকার কঙ্গো,জাইরে। দক্ষিণ আমেরিকার- আমাজন অববাহিকা পেরু, বলিভিয়া। এশিয়ার- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া প্রভৃতি স্থানে দেখা যায়।


•••: নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য(Characteristics of Equatorial climate ) : 

(i) লম্ব সূর্যরশ্মি - সূর্য সারাবছর প্রায় লম্বভাবে কিরন দেয় ফলে, এখানে উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়, বাৎসরিক গড় উষ্ণতা প্রায় 27°C। 

(ii) দিন ও রাতের দৈর্ঘ্য- সারা বছর এই অঞ্চলে লম্ব সূর্যরশ্মির কারণে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান অর্থাৎ, 12 ঘণ্টা দিন ও 12 ঘণ্টা রাত্রি হয়। 

(iii) বাৎসরিক উষ্ণতার প্রসার – সূর্য সারাবছর লম্বভাবে কিরন দেয় বার্ষিক উষ্ণতার প্রসর মাত্র ২-৩ ডিগ্রি হয়।

 (iv) বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত - বিকাল 3 টা থেকে 4 টার মধ্যে প্রধানত পরিচলন প্রক্রিয়ায় কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টির ফলে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত কে Four O'clock rain বলে। 

(v) ঋতু বৈচিত্রহীন জলবায়ু- সারাবছর উষ্ণতার পার্থক্য তেমন লক্ষ্য করা যায় না বলে সারাবছর উষ্ণ ও আর্দ্র গ্রীষ্ম ঋতু বিরাজ করে।

(vi) নিরক্ষীয় শান্ত বলয় সৃষ্টি- সারাবছর নিম্নচাপ থাকায় বাতাস উষ্ণ হয়ে উপরে উলম্ব প্রবাহিত হয়, অনুভূমিক প্রবাহ প্রায় থাকে না বলে বায়ুমন্ডলে শান্ত ভাব বিরাজক রে বলে একে নিরক্ষীয় শান্ত বলয় বলে। 



•  নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন দেখা যায় না। (MP-2018)









Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর