নিরক্ষীয় জলবায়ু কাকে বলে? নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখ: madhymik vugol HS geography world geography nirokhiyo jolobayu


Q)নিরক্ষীয় জলবায়ু কাকে বলে? নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখ:

Written By...... FIROZ MALLICK 





Answer)•সংজ্ঞা ও নামকরণ : নিরক্ষরেখার উভয়দিকে ৫-১০ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে যে জলবায়ু বিরাজ করে বলে নিরক্ষীয় জলবায়ু বলে। 

••অবস্থান : অক্ষাংশগত অবস্থান:- নিরক্ষরেখার উভয়দিকে ৫°-১০ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে। 

মহাদেশগত অবস্থান: জাফ্রিকার কঙ্গো,জাইরে। দক্ষিণ আমেরিকার- আমাজন অববাহিকা পেরু, বলিভিয়া। এশিয়ার- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া প্রভৃতি স্থানে দেখা যায়।


•••: নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য(Characteristics of Equatorial climate ) : 

(i) লম্ব সূর্যরশ্মি - সূর্য সারাবছর প্রায় লম্বভাবে কিরন দেয় ফলে, এখানে উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়, বাৎসরিক গড় উষ্ণতা প্রায় 27°C। 

(ii) দিন ও রাতের দৈর্ঘ্য- সারা বছর এই অঞ্চলে লম্ব সূর্যরশ্মির কারণে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান অর্থাৎ, 12 ঘণ্টা দিন ও 12 ঘণ্টা রাত্রি হয়। 

(iii) বাৎসরিক উষ্ণতার প্রসার – সূর্য সারাবছর লম্বভাবে কিরন দেয় বার্ষিক উষ্ণতার প্রসর মাত্র ২-৩ ডিগ্রি হয়।

 (iv) বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত - বিকাল 3 টা থেকে 4 টার মধ্যে প্রধানত পরিচলন প্রক্রিয়ায় কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টির ফলে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত কে Four O'clock rain বলে। 

(v) ঋতু বৈচিত্রহীন জলবায়ু- সারাবছর উষ্ণতার পার্থক্য তেমন লক্ষ্য করা যায় না বলে সারাবছর উষ্ণ ও আর্দ্র গ্রীষ্ম ঋতু বিরাজ করে।

(vi) নিরক্ষীয় শান্ত বলয় সৃষ্টি- সারাবছর নিম্নচাপ থাকায় বাতাস উষ্ণ হয়ে উপরে উলম্ব প্রবাহিত হয়, অনুভূমিক প্রবাহ প্রায় থাকে না বলে বায়ুমন্ডলে শান্ত ভাব বিরাজক রে বলে একে নিরক্ষীয় শান্ত বলয় বলে। 



•  নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন দেখা যায় না। (MP-2018)









Comments

Popular posts from this blog

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর