পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কান্টের গ্যাসীয় মতবাদটি আলোচনা কর HS geography

 Q.পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কান্টের গ্যাসীয় মতবাদটি আলোচনা কর :-

                            অথবা 

পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীনতম মতবাদটি আলোচনা কর:-

                            অথবা 

পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত গ্যাসীয় মতবাদটি কার ?ব্যাখ্যা কর:- 

Written By Firoz Mallick


Answer) জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট পৃথিবীর সহ সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত তার গ্যাসীয় মতবাদ প্রকাশ করেন ১৭৫৫ সালে।এটি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীনতম মতবাদ। কান্টের মতবাদটি "গ্যাসীয় মতবাদ" নামে পরিচিত।

•কান্টের মতবাদের ভিত্তি:- মাধ্যাকর্ষণ ও আবর্তনের উপর ভিত্তি করে কান্টের গ্যাসীয় মতবাদটি গড়ে উঠেছে

•মতবাদের মূল বক্তব্য:-কান্টের মতবাদের মূল বক্তব্য গুলি হল যথা:-

■ প্রাথমিক বস্তুকণা: বিজ্ঞানী কান্ট বলেন, মহাবিশ্বে কুয়াশা বা মেঘের মতো ঘন নক্ষত্রপুঞ্জ শীতল ও কঠিন অবস্থায় প্রাথমিক বস্তুকণা (নীহারিকা) রূপে অবস্থান করতো।

■ বস্তুকণার সংঘর্ষ: সময়ের সাথে সাথে অভিকর্ষজ টানে বস্তুকণা গুলির নিজেদের মধ্যে পরস্পর সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে তাপের সৃষ্টি হয় এবং গতিশীল হয়ে ঘুরতে শুরু করে।

■ গ্যাসীয় অবস্থা সৃষ্টি: উষ্ণতা এবং ঘোরার বেগ এতটাই বৃদ্ধি পেতে থাকে যে একসময় কঠিন পদার্থ গুলো গ্যাসীয় উপাদানে পরিণত হয়। এটি পরিবর্তিত হয়ে ঘুর্ণয়মান নেবুলা সৃষ্টি হয়, যার আকার ক্রমশঃ বাড়তে থাকে ।

■বলয়াকারে বিচ্ছিন্নকরণ: ঘূর্ণনের জন্য নীহারিকার কেন্দ্রাতিগ শক্তির চেয়ে কেন্দ্রবহিমুখী শক্তি বৃদ্ধি পেলে,নীহারিকার নিরক্ষীয় অঞ্চল (কেন্দ্রীয় অংশ) থেকে রিং এর মতো একটি একটি করে অংশ বলয়াকারে বিচ্ছিন্ন হতে থাকে।

■গ্রহ উপগ্রহ ও সূর্যের সৃষ্টি: নীহারিকা থেকে বলয়াকারে বিচ্ছিন্ন পদার্থ গুলি শীতল ও সংকুচিত হয়ে এক একটি গ্রহ সৃষ্টি হয় এবং নীহারিকার বাকি অংশ কেন্দ্রে সূর্যের সৃষ্টি করে।

•সমালোচনা: পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কান্টের মতবাদটি প্রাচীন হলেও তার মতবাদটি নানাভাবে সমালোচিত হয়েছে। নিম্নে তা আলোচনা করা হল:-

1) কৌণিক ভরবেগ— অভিকর্ষজ টান ও কৌণিক ভরবেগের ফলে যে ঘূর্ণন সৃষ্টি হতে পারে, বিজ্ঞানী কান্ট তার সঠিক ব্যাখ্যা দিতে পারেননি।

2) পর্যাপ্ত ঘূর্ণন গতির অভাব— নীহারিকা থেকে বলয় গুলি সৃষ্টি হওয়ার জন্য যে পরিমাণ ঘূর্ণন বেগের এর প্রয়োজন ছিল, তা নীহারিকার ছিল না। ফলে এই তত্ত্বের সত্যতা নিয়ে নানা বিজ্ঞানী নানা প্রশ্ন তুলেছেন। 

3) বস্তুকণার উৎস— কান্ট তার তত্ত্বে যে প্রাথমিক বস্তুকণার কথা উল্লেখ করেছিলেন তার উৎস কোথায় সে কথা ব্যাখ্যা করেননি।

4) আবর্তনের অভিমুখ— কান্টের মতবাদ অনুযায়ী যদি নীহারিকার বলয়ের ঘূর্ণনের ফলেই বর্তমান গ্রহগুলির সৃষ্টি হয় তাহলে তাদের আবর্তনের দিক আলাদা হলো কিভাবে? তার ব্যাখ্যা কান্ট দিতে পারেননি।











Comments

Popular posts from this blog

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর