ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কাকে বলে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা কর:- madhomik HS geography ucchomadhymik world geography vhumoddhosagorio jolobayu Mediterranean climate

 


Q) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কাকে বলে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা কর:-

    Written By..... FIROZ MALLICK 



Answer) •সংজ্ঞা ও নামকরণ: সাধারণভাবে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলকে ভূমধ্যসাগরায় জলবায়ু অঞ্চল বলে। উভয় গোলার্ধের ঊষ্ণ নাতিশীতোষ মণ্ডলে মহাদেশগুলির পশ্চিমাংশে প্রধানত ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চলে আর্দ্র ও মৃদু শীতকাল, শুষ্ক উষ্ণ গ্রীষ্মকাল ও সারাবছর পর্যাপ্ত উচ্ছ্বল সূর্যকিরণযুক্ত অঞ্চলকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বলে। 

 ••অবস্থান ( Location): অক্ষাংশগত অবস্থান:-উভয় গোলার্ধে মধ্য অক্ষাংশীয় নাতিশীতোষ্ণ মন্ডলে 30°-40° অক্ষাংশে অঞ্চলটি অবস্থিত। কোথাও কোথাও 30°-45° অক্ষাংশ পর্যন্ত দেখা যায়। 

মহাদেশগত অবস্থান:- পৃথিবীর মোট স্থলভাগের 1.7 % এলাকায় এই জলবায়ু বিরাজ করে। 

ইউরোপের: পর্তুগাল,স্পেন, ফ্রান্স, ইতালি, ইত্যাদি।

 এশিয়ার: সিরিয়া,জর্ডন,লেবানন,ইসরাইল ইত্যাদি

 আফ্রিকার:- আলজেরিয়া,মরক্কো,লিবিয়া ইত্যাদি

 আমেরিকার ক্যালিফোর্নিয়া,দক্ষিণ আমেরিকার চিলি এবং অস্ট্রেলিয়ার কিছু অংশতে এই জলবায়ু দেখা যায়।


•••ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য (Characteristics of Mediterranean climate) 

(1) মাঝারি উচ্চতা- সারাবছর মৃদু ঊষাতা বা সমভাবাপন্ন আবহাওয়া ভূমধ্যসাগরায় জলবায়ুর একটি অন্যতম বৈশিষ্ট্য 17° সেলসিয়াস। শীত ও গ্রীষ্মে উষ্ণতার  পার্থক্য খুব বেশি বা কম হয় না। 

(ii) শীতকালীন বৃষ্টিপাত- বৃষ্টিবহুল আর্দ্র শীতকাল ও বৃষ্টিধীন প্রধান বৈশিষ্ট্য যা মৌসুমী জলবায়ুর 

(iii) রৌদ্রোজ্জ্বল আবহাওয়া :- প্রায় সারা বছরব্যাপী রোদ ঝলমলে আবহাওয়া এই জলবায়ুর একটি অন্যতম বৈশিষ্ট্য। বছরের অধিকাংশ সময় আকাশ মেঘমুক্ত, নির্মল, নীলাভ্র ও রৌদ্রোজ্জ্বল থাকে। গ্রীষ্মের তুলনায় শীতের আকাশ কিছুটা মেঘলা থাকে। 

(iv) বিনোদনের জলবায়ু - মৃদু উষ্ণ গ্রীষ্ম ও মৃদু শীতল শীতকাল এবং সারাবছর রৌদ্রোজ্জ্বল মনোরম আবহাওয়া বিশ্বের বহু পর্যটক ভূমধ্যসাগরীয় জলবায়ুতে অবসর যাপন ও বিনোদনের জন্য আসেন। তাই একে পৃথিবীর বিনোদন জলবায়ু বলে। 

(v) ফলের ঝুড়ি:- বিভিন্ন রকম ফল উৎপাদনের জন্য এই জলবায়ুঅঞ্চল বিখ্যাত। বিভিন্ন ধরনের টক ও মিষ্টি জাতীয় ফল উৎপাদন হয়ে থাকে ফ্রান্সের আঙুর, ইতালির জলপাই এবং ক্যালিফর্নিয়ার কমলালেবু জগৎ বিখ্যাত। তাই এই অঞ্চলকে ফলের ঝুড়ি' বলে। 

(vi) স্থানীয় বায়ুর প্রাধান্য দেখা যায় এই জলবায়ুতে।

 Vii) গুল্ম ও ঝোপঝাড়ের জাতীয় উদ্ভিদ দেখা যায় এই জলবায়ু অঞ্চলে।













Comments

Popular posts from this blog

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর