Plate Tectonic theory পাত সংস্থান তত্ত্ব ব্যাখ্যা কর
Q) Briefly described Plate Tectonic theory পাত সংস্থান তত্ত্ব ব্যাখ্যা কর : Written By..... FIROZ MALLICK Answer: INTRODUCTION :- ১৯৬০ এর দশকে পাত সংস্থান তত্ত্বের অবতারণার ফলে বিভিন্ন ভূতাত্ত্বিক ঘটনাগুলির jemon- সমুদ্র বক্ষের বিস্তার, অগ্নুৎপাত,ভঙ্গিল পর্বতের গঠন প্রভৃতি সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া সম্ভব হয়েছে। •Founder of Plate Tectonic:- পাত বা প্লেট কথাটি সর্বপ্রথম বলেছিলেন উইলসন এবং "পাত সংস্থান তত্ত্বের" জনক হলেন পিচো। •Classification of Plates: পৃথিবীতে প্রধানত তিন ধরনের পাত লক্ষ্য করা যায়। যথা:- 1.বৃহৎ পাত । 2.মাঝারি পাত । 3.ক্ষুদ্র পাত। পৃথিবীতে প্রধান সাতটি বৃহৎ পাত রয়েছে সেগুলি হল:- 1. ইউরেশীয় পাত। 2. ইন্দো অস্ট্রেলিয়া পাত ।3. আফ্রিকা পাত। 4. উত্তর আমেরিকা পাত। 5. দক্ষিণ আমেরিকা পাত। 6.প্রশান্ত মহাসাগরীয় পাত। 7. আন্টার্কটিকা পাত। •পাত সংস্থান তত্ত্বের মূল বক্তব্য: এই তত্ত্ব অনুযায়ী, পৃথিবীর কঠিন আবরণ অর্থাৎ ভূত্বক একটানা বিস্তৃত নয়। বরং এটি কতকগুলি ভূখণ্ডের সমন্বয়ে গঠিত। এগুলি প্লেট বা পাত নামে অভিহিত। এই পাতগুলি প্রচণ্ড উত্তপ্ত ও সান্দ্র অ্...