ভারতে কার্পাস বস্ত্র বয়ন শিল্পের উন্নতি কারণ গুলি লেখ

 কার্পাস বয়ন শিল্পের অনুকূল পরিবেশ: (NO-5, পর্ষদ নমুনা প্রশ্ন) এ পশ্চিম ভারতে বস্ত্রবয়ন শিল্পের উন্নতির কারণ : (MP-2020) কার্পাস বস্ত্রবয়ন শিল্প একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হওয়ায় যে কোন স্থানে শিল্পকেন্দ্র গড়ে তোলা সম্ভব। পশ্চিম ভারতে কার্পাস বস্ত্রবয়ন


শিল্প গড়ে ওঠার কারন গুলি হল- 1) কাঁচামালের সহজলভ্যতা: পশ্চিম ভারতের নিকটবর্তী কৃষ্ণ


মৃত্তিকা অঞ্চলে প্রচুর কার্পাস বা তুলা উৎপাদন হয় বলে


প্রয়োজনীয় কাঁচামাল পাওয়ার সুবিধা আছে। যেমন- মহারাষ্ট্র ও গুজরাটের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল থেকে কার্পাস তুলোর যোগান পাওয়া যায় সহজে। 2) আর্দ্র জলবায়ু: এই অঞ্চলের আর্দ্র জলবায়ু সুতা উৎপাদনের পক্ষে উপযোগী,আর্দ্র জলবায়ুতে সুতো ছিঁড়ে যায় না। যেমন-


পশ্চিম ভারতের আরব সাগর উপকূলের আর্দ্র জলবায়ু। 3) শক্তি সরবরাহ: পশ্চিমঘাটের খরস্রোতা নদী থেকে উৎপন্ন জলবিদ্যুৎ সস্তায় শক্তি সরবরাহ করে থাকে। যেমন- ভীরা,খোপলি প্রভৃতি জলবিদ্যুৎ থেকে শক্তি পাওয়া যায়।


4) রাসায়নিক দ্রব্যের যোগান: সুতো পরিস্কার ও রং করার জন্য বস্ত্র শিল্পে ব্লিচিং পাউডার ও কস্টিক সোডা প্রভৃতি প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য পেতে কোনো অসুবিধা হয় না।


5) উন্নত পরিবহন ব্যবস্থা: মুম্বই শহরের সঙ্গে ভারতের অন্যান্য


অঞ্চলের রেলপথ, সড়কপথ ও জলপথে উন্নত যোগাযোগ ও


পরিবহন ব্যবস্থা থাকায় পণ্য আমদানি রপ্তানিতে সুবিধা হয়।


6) সুলভ শ্রমিক: কার্পাস বয়ন শিল্পে প্রচুর সুলভ শ্রমিক প্রয়োজন হয়। মহারাষ্ট্রের শোলাপুর, কোঙ্কন থেকে প্রচুর শ্রমিক পেতে অসুবিধা হয় না। মুম্বাই জনবহুল হওয়াই শ্রমিক পাওয়া যায়।


7) চাহিদা ও বাজার: ভারতের মতো জনবহুল দেশে বস্ত্রের বিপুল চাহিদা থাকায় কার্পাস বয়ন শিল্পের দ্রুত উন্নতি ঘটেছে।


৪) মূলধনের প্রাচুর্য: মুম্বই অঞ্চলের মারাঠি, ভাটিয়া ও পার্শি,ধনী ব্যবসায়ীগণ মূলধন সরবরাহ করে।


১ ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যা: (i) কাঁচামালের অভাব: ভারতে তুলা স্বল্প আঁশযুক্ত। (ii) পুরাতন যন্ত্রপাতি: অধিকাংশ কারখানার যন্ত্রপাতি 25 বছরের পুরনো। (iii) স্বল্প উৎপাদন ক্ষমতা। (iv) তুলোর দাম বৃদ্ধি। (v)অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ। প্রভৃতি


১ ভবিষ্যৎ সম্ভাবনা: এই শিল্পে অনেক সমস্যা থাকলেও দেশের অভ্যন্তরে বস্ত্র দ্রব্যের চাহিদা এবং আন্তর্জাতিক বাজারে ভারতের বস্ত্রের যথেষ্ট খ্যাতি থাকায় এই শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল।


Cottonopolis of India বলা হয় মুম্বাই -কে।

Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর