আনন্দমঠ' উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? Madhymik history suggestions madhymik history HS history suggestions madhymik itihas ucchomadhymik itihas

 

Q)‘আনন্দমঠ' উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? [MP প্রশ্ন ২০১৬]


Answer) সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘আনন্দমঠ’ একটি তত্ত্বপ্রধান ও দেশাত্মবোধক উপন্যাস। ১৮৮২ খ্রিস্টাব্দের ১৫ ডিসেম্বর এটি প্রকাশিত হয়। ‘আনন্দমঠ' উপন্যাসের প্রধান ও প্রবল সুর হল দেশাত্মবোধ। আনন্দমঠের মধ্যে প্রধান ও প্রবল সুর দেশাত্মবোধ।


 জাতীয়তাবাদী চেতনায় 'আনন্দমঠ' : ভারতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষে ‘আনন্দমঠ' উপন্যাসের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বঙ্কিমচন্দ্র তাঁর এই উপন্যাসে জাতীয়তাবাদের মন্ত্র প্রচার করেছিলেন।


1.স্বদেশ প্রেম : ‘আনন্দমঠ' উপন্যাসটি সংগ্রামী জাতীয়তাবাদী চিন্তাধারা প্রচারে বিশেষ সহায়ক হয়েছিল। এই গ্রন্থটি সে যুগের যুব সম্প্রদায়কে দেশপ্রেম ও সক্রিয় জাতীয়তাবাদের আদর্শে উদ্দীপিত করেছিল। স্বদেশপ্রেম যে প্রধান ধর্ম, এ কথা আনন্দমঠের সন্তানদলের মুখে উচ্চারিত হয়েছিল।


2. বিপ্লবীদের প্রেরণা : আনন্দমঠের সন্তানদল যেমন দেশমাতার উদ্ধারের জন্য আত্মত্যাগে ব্রতী হয়, সেই আদর্শে চরমপন্থীরাও উদ্বুদ্ধ হয়েছিল। আনন্দমঠের আদর্শ বাঙালি তথা ভারতীয় বিপ্লবীদের প্রেরণা জুগিয়েছিল।


3.দেশমাতার আদর্শ : দেশকে ‘মা’ বলে উল্লেখ করে ‘আনন্দমঠ' স্বদেশপ্রেমের জোয়ারে যুব সম্প্রদায়কে ভাসিয়ে নিয়ে গিয়েছিল।


4.'বন্দেমাতরম্' সংগীত : 'আনন্দমঠ'-এর অন্তর্ভুক্ত 'বন্দেমাতরম্' সংগীতে অখণ্ড ভারতের মাতৃরূপ ধ্যান করা হয়েছে। ‘বন্দেমাতরম্’ ধ্বনি সারা দেশে মন্ত্রের মতো কাজ করেছিল।


ছিয়াত্তরের মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় লেখা ‘আনন্দমঠ’ উপন্যাসটি নানাভাবে ঊনবিংশ শতাব্দীর জাতীয়তাবাদী বিকাশে সহায়তা করেছিল।









Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর