Posts

Showing posts from March, 2023

HS geography Exam 2023 HS geography Exam 2023 উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা ২০২৩

Image
  উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা ২০২৩         MCQ & SAQ প্রশ্ন উত্তর    HS geography Exam 2023 written by FIROZ MALLICK  2. সংক্ষিপ্ত উত্তধর্মি প্রশ্ন :- S.A.Q ১. বহির্জাত প্রক্রিয়া:- ভূ অভ্যন্তরের বাইরে অর্থাৎ ভূপৃষ্ঠের ওপর যে সমস্ত প্রক্রিয়াগুলি কার্যকরী হয় যেমন বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, তুষারপাত, উষ্ণতা, আর্দ্রতা, নদী, হিমবাহ সকলকে একত্রে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। অথবা টেরারোসা :- Terra শব্দটির অর্থ হল মৃত্তিকা এবং Rossa শব্দের অর্থ হল লাল। চুনাপাথর যুক্ত অঞ্চলের লৌহমিশ্রিত লাল বর্ণের এক ধরনের কাদা মাটিকে টেরারোসা বলা হয়। ২. পশ্চাৎ  তটভূমি  কি : সমুদ্র জলের উর্ধ্বসীমা থেকে উপকূলের উচু পাড় অর্থাৎ উপকূল রেখা পর্যন্ত অংশ পশ্চাৎভূমি নামে পরিচিত। অথবা গ্রেট ব্যারিয়ার রিফ : ওশিয়ানিয়া মহাদেশে অবস্থিত। (অস্ট্রেলিয়া দেশে অবস্থিত) ৩.ইনসেলবার্জ :

ভারতের জলবায়ু SAQ &MCQ Question Climate of India Madhymik geography HS geography উচচমাধ্যমিক ভূগোল মাধ্যমিক

Image
ভারতের জলবায়ুর SAQ & MCQ all questions      Written by FIROZ MALLICK   1. ভারতবর্ষ হলো :- ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। 2. ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক হলো :-  মৌসুমী বায়ু। 3. মৌসুমী বায়ুর প্রভাবে ভারতবর্ষে:-  প্রায় ৯০% এর বেশি বৃষ্টিপাত হয়। 4. ভারতের মাঝখান বরাবর গেছে:- কর্কটক্রান্তি রেখা। 5. ভারতবর্ষ:- উষ্ণমণ্ডলে অবস্থিত কারণ ভারতবর্ষের মাঝখান বরাবর গেছে সাড়ে 23 ডিগ্রি  উত্তর কর্কটক্রান্তি রেখা। 6. এল নিনো হলো:- একটি উষ্ণ সমুদ্রস্রোত এর অর্থ দুরন্ত বালক বা শিশু যীশু । 7. এল নিনোর প্রভাবে ভারতে :- খরা হয়। 8. লা নিনা হলো:- একটি শীতল সমুদ্র স্রোত এর অর্থ ছোট বালিকা। 9. লা নিনোর প্রভাবে ভারতে :- বন্যা হয় । 10. এল নিনো ও লা নিনা দেখা যায় :- দক্ষিণ আমেরিকা মহাদেশের চিলি এবং পেরু উপকূলে। 11. পশ্চিমী ঝঞ্ঝার ফলে :- ভারতে শীতকালে পাঁচ থেকে দশ সেন্টিমিটার বৃষ্টিপাত হয় । 12. ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে পশ্চিমী ঝঞ্ঝা :- পশ্চিমা বায়ুর মাধ্য মে ভারতে প্রবেশ করে। 13.IMD  পুরো নাম হলো :- Indian Meteorological Department । 14. IMD সদর দপ্তর :- নিউ দিল্লিতে অবস্থিত। 15. ভারতের উষ্ণত

বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলো বর্ণনা কর:- or বায়ুমণ্ডল কোন কোন পদ্ধতিতে উত্তপ্ত হয় ?সেগুলি আলোচনা কর Madhymik geography

Image
  Q) বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলো বর্ণনা কর:-                               or  বায়ুমণ্ডল কোন কোন পদ্ধতিতে উত্তপ্ত হয় ?সেগুলি আলোচনা কর:- writen by FIROZ MALLICK  Ans) পৃথিবীর বায়ুমণ্ডল যে সমস্ত পদ্ধতিতে উত্তপ্ত হয় সেগুলি হল যথা :-  1)পরিবহন পদ্ধতি। 2)পরিচলন পদ্ধতি। 3)বিকিরণ পদ্ধতি। 4)অ্যাডভেকসন পদ্ধতি। 5)অন্যান্য পদ্ধতি। 1 ) পরিবহন পদ্ধতি— তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরকে তাপের পরিবহন বলে । এক্ষেত্রে বায়ুমণ্ডলের মধ্যে বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতাযুক্ত বস্তুতে তাপের পরিবহন ঘটে ।  • বৈশিষ্ট্য :- a ) উষ্ণ বস্তু থেকে শীতলতর বস্তুতে তাপ পরিবহন হওয়ার প্রক্রিয়া ।  b ) এরফলে উষ্ণবায়ুর তাপ শীতল বায়ুতে পরিবাহিত হয় ।  c ) এই পদ্ধতিতে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে তাপের স্থানান্তর ঘটে ।  2 ) পরিচালন পদ্ধতি— সূর্যের তাপে ভূপৃষ্ঠের বাতাস উত্তপ্ত হয়ে হালকা হয় ও সোজা উপরে উঠে যায় । ফাঁকা জায়গা পূরণ করতে পার্শ্ববর্তী শীতল বায়ু ছুটে আসে এই পদ্ধতিকে পরিচালন পদ্ধতি বলে ।  • বৈশিষ্ট্য:- a )উষ্ণ বায়ু উলম্ব ভাবে উপরে উঠে ।  b)উষ্ণ হয়ে উপরে উঠে যাওয়া বাতাস বায়ুমন্ডলকে উ

উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস কর Classification of the atmosphere Madhymik geography HS geography HS EVS atmosphere

Image
  Q) উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস কর:- মাধ্যমিক ২০২০,২০১৮ Written by FIROZ MALLICK   Ans. উষ্ণতা তারতম অনুসারে বায়ুমণ্ডল কে মোট ছটি ভাগে ভাগ করা যায়। যথা  1.ট্রপোস্ফিয়ার।  2.স্ট্যাটোস্ফিয়ার।  3.মেসোস্ফিয়ার।  4.থার্মোস্ফিয়ার।  5.এক্সোস্ফিয়ার।  6.ম্যাগনেটোস্ফিয়ার। 1.ট্রপোস্ফিয়ার :- পৃথিবীপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলের ওপর 18 কিমি এবং মেরু অঞ্চলের ওপর ৮ কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের ঘন স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। •বৈশিষ্ট্য:  ১। এটি বায়ুমন্ডলের সবচেয়ে নিচের স্তর। ২. এই স্তরটির গড় উচ্চতা 14 কিলোমিটার। তবে নিরক্ষীয় অঞ্চলে 16কিমি এবং মেরু অঞ্চলে 8 কিমি পর্যন্ত বিস্তৃত। ৩. এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রতি কিমিতে ৬.৫° সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। ৪. ট্রপোস্ফিয়ারের উপরের অংশ ট্রপোপজ নামে পরিচিত। ৫. মেঘ বৃষ্টি ঝড়-ঝঞ্ঝা সমস্ত কিছু এই ট্রপোস্ফিয়ার স্তরেই দেখা যায় ।তাই একে ক্ষুব্ধ মন্ডল বলে। ৬. বায়ুমণ্ডলের পরিবর্তনশীল আবহাওয়া দেখা যায় এই টপোস্ফিয়ারে।   2.স্ট্যাটোস্ফিয়ার:- ট্রপোস্ফিয়ার এর উপরে অবস্থিত ১৮ কিমি থেকে৫০ কিমি পর্যন্ত বিস্তৃ

) মরু সম্প্রসারনে প্রভাব গুলি আলোচনা কর:- অথবা মরুকরণের ফলাফল গুলি লেখ:effects of desert expansion

Q) মরু সম্প্রসারনে প্রভাব গুলি আলোচনা কর:- অথবা মরুকরণের ফলাফল গুলি লেখ :  Written by FIROZ MALLICK   Ans) মরুকরণ বা মরু সম্প্রসারণের ফলে জীবজগতের উপর যে সমস্ত প্রভাব গুলি পড়ে সেগুলি হল:- 1 ) মরুভূমির আয়তন বৃদ্ধি— মরু সম্প্রসারনে ফলে মরুভূমির আয়তন স্থায়ীভাবে বৃদ্ধি পাবে ।  2 ) সভ্যতা ধ্বংস— মরুভূমির আয়তন বৃদ্ধি পেলে সভ্যতার ধ্বংস হবে ।  3)জীববৈচিত্র্য হ্রাস— পর্যাপ্ত বনভূমি ও বাস্তুতন্ত্রের অভাবে জীবের প্রজাতির সংখ্যা হ্রাস পাবে ।  4 ) মৃত্তিকার উর্বরতা হ্রাস— মরুভূমির বালি মৃত্তিকার সাথে মিশে উর্বরতা নষ্ট করবে ।  5 ) ভৌমজলের ভাণ্ডার হ্রাস— পর্যাপ্ত বৃষ্টির অভাবে জলের অনুপ্রবেশ বন্ধ হবে ভৌমজলের ভান্ডার কমে যাবে ।

মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি হাওয়ার কারনগুলো লেখোWrite the reasons why wind action prevails in desert regions, Madhymik HS geography উচচমাধ্যমিক ভূগোল

Q) মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি হাওয়ার কারন : ( NO - 3 , MP - 2017 )  অথবা মরু অঞ্চলের বায়ু সব থেকে বেশি কার্যকরী হয় কেন? Written by FIROZ MALLICK   Ans) মরু অঞ্চলে বায়ু খুব কার্যকরী হয়। এখানে বায়ুর কাজের প্রাধান্য বেশি হওয়ার প্রধান প্রধান কারণ গুলি নিম্নে আলোচনা করা হল:-  1 ) উদ্ভিদশূন্য ভূপৃষ্ঠ- মরুভূমি অঞ্চল উন্মুক্ত বা উদ্ভিদশূন্য হাওয়াই বায়ুর কাজ সহজে কার্যকর হতে পারে ।  2 )অল্প বৃষ্টিপাত- বৃষ্টিপাত অল্প হওয়াই বালির স্তর আলগা ও শিথিল থাকে ফলে বায়ু খুব সহজেই কার্যকরী ভূমিকা পালন করতে পারে।  3)যান্ত্রিক আবহবিকার- উষ্ণতার তারতম্যে শিলা চূর্ণ - বিচূর্ণ হয়ে বালিকনার পরিমাণ বৃদ্ধি করে , যা বায়ুর কাজের প্রধান উপাদান ।  4)শিথিল ভূপৃষ্ঠ - ভূপৃষ্ঠ শিথিল হওয়াই বালি শুষ্ক হয় , ফলে বায়ুর কাজ দ্রুত হয় ।  5)বাধাহীন বায়ুপ্রবাহ- মরুভূমি অঞ্চলে উদ্ভিদের আবরণ না থাকায় বাধাহীনভাবে বায়ু প্রবাহিত হতে পারে ।

মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায় গুলি আলোচনা কর। অথবা মরুকরণ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলি আলোচনা কর।Prevention of desertification, Desert expansion, madhymick exam HS geography

Q)মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায় গুলি আলোচনা কর। অথবা মরুকরণ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলি আলোচনা কর। Written by FIROZ MALLICK   Ans) প্রতিনিয়ত পৃথিবীর মরুভূমি গুলি সম্প্রসারিত হচ্ছে অর্থাৎ তাদের আয়তন বৃদ্ধি পেতে থাকছে। মরুভূমির এই সম্প্রসারণের জন্য প্রকৃতি এবং মানুষ উভয়ই দায়ী। এই মরুসম্প্রসারণ প্রতিরোধ করার জন্য যে সমস্ত ব্যবস্থাগুলি নেওয়া যেতে পারে সেগুলি হল:- 1. বৃক্ষরোপণ ও বৃক্ষের বলয় সৃষ্টি। 2. পশুচারণ নিয়ন্ত্রণ। 3. বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ। 4. কৃত্রিম জলাধার নির্মাণ। 5. ভূমির উপযুক্ত ব্যবহার। 6. বালির সম্প্রসারণ প্রতিরোধ। 7. কৃত্রিম আবরণ সৃষ্টি।  1 ) বৃক্ষরোপণ ও বৃক্ষের বলয় সৃষ্টি— মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চলে বৃক্ষরোপন করলে বালি উড়ে যাওয়ার হাত থেকে বাধা পাবে , ফলে মরুভূমি সম্প্রসারণ থেকে রক্ষা পাবে ।  2 ) পশুচারণ নিয়ন্ত্রণ— অনিয়ন্ত্রিত পশুচারণ বন্ধ করতে হবে কারণ পশুচারণ ভূমিতে ছোট উদ্ভিদ , ঘাস প্রভৃতি নতুন করে জন্মাতে পারবে না ।  3 ) বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ— বিজ্ঞানভিত্তিক কৃষিকাজ করলে মরুভূমি সম্প্রসারণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে ।  4 ) কৃত্রিম

বায়ুপ্রবাহ

 বায়ুপ্রবাহ ১. নিরক্ষীয় অঞ্চলে সূর্য :- লম্বভাবে কিরণ দেয়। ২.নিরক্ষীয় অঞ্চলে সারা বছর উষ্ণতা :- বেশি থাকে। ৩. নিরক্ষীয় অঞ্চলে বায়ুর :- নিম্নচাপ দেখা যায়। ৪. নিরক্ষীয় অঞ্চলে :-  বায়ু উষ্ণ ও ঊর্ধমুখী। ৫. নিরক্ষীয় অঞ্চলে বায়ুর :- উল্লম্ব প্রবাহ দেখা যায়। ৬. নিরক্ষীয় অঞ্চলে :-  বায়ুর অনুভূমিক প্রবাহ প্রায় থাকেনা। ৭. ITCZ:- Inter tropical Convergence Zone. ৮. ITCZ :- নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়। ৯. নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ :- সবচেয়ে বেশি। ১০. নিরক্ষরেখায় কোরিওলিস বল:- শূন্য। ১১. মেরু অঞ্চলে কোরিওলিস বল :- সর্বাধিক (সবচেয়ে বেশি)। ১২. নিরক্ষরেখায় :- ঘূর্ণিঝড় সৃষ্টি হয় না। ১৩. বায়ু প্রবাহের দিকে সাথে কোরিওলিস বল :-  সমকোণে কাজ করে (৯০°কোণে)। ১৪. কোরিওলিস বলের কথা :- সর্বপ্রথম বিজ্ঞানী জি.ডি কোরিওলিস ১৮৩৫ খ্রিস্টাব্দে বলেন। ১৫. পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কোরিওলিস বলের থেকে :- ফেরেলের সূত্রটি আবিষ্কৃত হয়। ১৬. বায়ুপ্রবাহের প্রধান দুটি কারণ হলো:- বায়ুর চাপের তারতম, করিওলিস বল। ১৭. ঘর্ষণের কারণে স্থলভাগ অপেক্ষা সমুদ্রে বায়ুর গতি বেগ বেশি হয়। ১৮. উচ্চতা বৃদ্ধির

বায়ুরচাপ & বায়ুর চাপ বলয় MCQ SAQ questions Air pressure মাধ্যমিক ভূগোল উচচমাধ্যমিক ভূগোল HS geography Madhymik geography

  ∆বায়ুর চাপ এবং বায়ুর চাপ বলয় MCQ & SAQ questions ∆ Written by FIROZ MALLICK  ১. বায়ুর চাপ পরিমাপ করা হয় :- মিলিবার (mb) এককে. ২. সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হল:- ১০১৩.২৫ mb. ৩. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হল:- ১০১৩.২৫ mb. ৪. সমচাপ রেখা গুলি দূরে দূরে অবস্থান করলে :- শান্ত আবহাওয়া সৃষ্টি হয়। ৫. সমচাপ রেখা বা সমপ্রেস রেখা গুলি গায়ে গায়ে অবস্থান করলে :- দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। ৬. সমচাপ রেখা গুলি চক্রাকারে অবস্থান করলে :- প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে। ৭. বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে:-  বায়ুর গতি বৃদ্ধি পায়। (MP ২০২০)  ৮. বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্র হলো:-  ব্যারোমিটার। ৯. বায়ুর উচ্চতা পরিমাপক যন্ত্র হলো:- অল্টিমিটার। ১০. বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয় :- বাতপতাকার সাহায্যে। ১১. বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র হলো:- অ্যানিমোমিটার। (MP ২০১৭) ১২. বায়ুর গতিবেগের একক হল:- নট। ১২. 1 নট= 1.15 মাইল। ১৩. 1 নট= 1.85 কিমি। ১৪. বায়ুর শক্তি মাত্রা নির্ণয় করা হয়:- বিউফোর্ট স্কেলের সাহায্যে। ১৫. আকাশের মেঘাচ্ছন্নতা পরিমাপের একক হল:- ওকটা। ১৬. বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র হলো

উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধা Advantage & disadvantages of Satellite Image মাধ্যমিক উচ্চমাধ্যমিক ভূগোল

Image
  Q)উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধা গুলি আলোচনা কর:- (মাম ৩+৩) written by FIROZ MALLICK   Ans) ∆ উপগ্রহ চিত্রের বা Satellite Image এর সুবিধা গুলি নিম্নে আলোচনা করা হল :- ( i ) আবহাওয়ার পূর্বাভাষ - ধারাবাহিকভাবে বায়ুমণ্ডলের ছবি পাঠাতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায় ।  ( ii ) মানচিত্র তৈরি - মানচিত্র বা ম্যাপ তৈরিতে সাহায্য করে ।  ( iii ) সম্পদ অনুসন্ধানে- সম্পদের উৎস ও প্রকৃতি নির্ধারণ করতে সাহায্য করে ।  (iv) দূরসংবেদনশীলতা -   ভূপৃষ্ঠের যে সমস্ত স্থানে মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না, সেখানে উপগ্রহের মাধ্যমে অনায়াসেই চিত্রগ্রহণ করে স্থানগুলি সম্পর্কে আনুমানিক তথ্যও পাওয়া যায়। যেমন—তিব্বতীয় হিমালয়ের দুর্গম ও সংবেদনশীল অঞ্চলগুলি সম্পর্কে উপগ্রহচিত্রের মাধ্যমেই জানা যায়। (v) ভূপ্রকৃতি সংক্রান্ত তথ্য -  ভূপৃষ্ঠে অবস্থিত বিভিন্ন নদী, নদীর গতি, পাহাড়-পর্বত, মালভূমি, সমভূমি, ব-দ্বীপ প্রভৃতি সব ধরনের ভূপ্রকৃতির বিস্তার ও বণ্টন সম্পর্কে বিশদ ধারণা পাওয়া যায়। (vi)ভূমির ব্যবহার, বনভূমির বিস্তার, বনভূমির উদ্ভিদের প্রজাতি, দাবানলের ফলে ক্ষতির হিসাব, কৃষিক্ষেত্রের প্