HS geography Exam 2023 HS geography Exam 2023 উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা ২০২৩
উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা ২০২৩ MCQ & SAQ প্রশ্ন উত্তর HS geography Exam 2023 written by FIROZ MALLICK 2. সংক্ষিপ্ত উত্তধর্মি প্রশ্ন :- S.A.Q ১. বহির্জাত প্রক্রিয়া:- ভূ অভ্যন্তরের বাইরে অর্থাৎ ভূপৃষ্ঠের ওপর যে সমস্ত প্রক্রিয়াগুলি কার্যকরী হয় যেমন বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, তুষারপাত, উষ্ণতা, আর্দ্রতা, নদী, হিমবাহ সকলকে একত্রে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। অথবা টেরারোসা :- Terra শব্দটির অর্থ হল মৃত্তিকা এবং Rossa শব্দের অর্থ হল লাল। চুনাপাথর যুক্ত অঞ্চলের লৌহমিশ্রিত লাল বর্ণের এক ধরনের কাদা মাটিকে টেরারোসা বলা হয়। ২. পশ্চাৎ তটভূমি কি : সমুদ্র জলের উর্ধ্বসীমা থেকে উপকূলের উচু পাড় অর্থাৎ উপকূল রেখা পর্যন্ত অংশ পশ্চাৎভূমি নামে পরিচিত। অথবা গ্রেট ব্যারিয়ার রিফ : ওশিয়ানিয়া মহাদেশে অবস্থিত। (অস্ট্রেলিয়া দেশে অবস্থিত) ৩.ইনসেলবার্জ :