বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলো বর্ণনা কর:- or বায়ুমণ্ডল কোন কোন পদ্ধতিতে উত্তপ্ত হয় ?সেগুলি আলোচনা কর Madhymik geography

 

Q) বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলো বর্ণনা কর:- 

                             or 

বায়ুমণ্ডল কোন কোন পদ্ধতিতে উত্তপ্ত হয় ?সেগুলি আলোচনা কর:- writen by FIROZ MALLICK 

Ans) পৃথিবীর বায়ুমণ্ডল যে সমস্ত পদ্ধতিতে উত্তপ্ত হয় সেগুলি হল যথা :- 

1)পরিবহন পদ্ধতি।

2)পরিচলন পদ্ধতি।

3)বিকিরণ পদ্ধতি।

4)অ্যাডভেকসন পদ্ধতি।

5)অন্যান্য পদ্ধতি।


1 ) পরিবহন পদ্ধতি— তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরকে তাপের পরিবহন বলে । এক্ষেত্রে বায়ুমণ্ডলের মধ্যে বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতাযুক্ত বস্তুতে তাপের পরিবহন ঘটে । 


• বৈশিষ্ট্য :- a ) উষ্ণ বস্তু থেকে শীতলতর বস্তুতে তাপ পরিবহন হওয়ার প্রক্রিয়া । 

b ) এরফলে উষ্ণবায়ুর তাপ শীতল বায়ুতে পরিবাহিত হয় । 

c ) এই পদ্ধতিতে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে তাপের স্থানান্তর ঘটে । 


2 ) পরিচালন পদ্ধতি— সূর্যের তাপে ভূপৃষ্ঠের বাতাস উত্তপ্ত হয়ে হালকা হয় ও সোজা উপরে উঠে যায় । ফাঁকা জায়গা পূরণ করতে পার্শ্ববর্তী শীতল বায়ু ছুটে আসে এই পদ্ধতিকে পরিচালন পদ্ধতি বলে । 


• বৈশিষ্ট্য:- a )উষ্ণ বায়ু উলম্ব ভাবে উপরে উঠে । 

b)উষ্ণ হয়ে উপরে উঠে যাওয়া বাতাস বায়ুমন্ডলকে উত্তপ্ত করে । 

c)উষ্ণতা বেশি হওয়ার জন্য এই পদ্ধতি নিরক্ষীয় অঞ্চলে অধিক কার্যকর । 

d ) এই পদ্ধতিতে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় । 


3 ) বিকিরণ পদ্ধতি— সূর্য থেকে আসা তাপ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার পর বৃহত্তরঙ্গ রূপে মহাকাশে ফিরে যাওয়ার সময় ধূলিকণা , গ্যাস প্রভৃতি এই তাপকে শোষণ করে বায়ুমন্ডলকে উত্তপ্ত করে । একে বিকিরণ পদ্ধতি বলে ।

 


• বৈশিষ্ট্য:- a ) এই পদ্ধতিতে বায়ুমন্ডল সর্বাধিক উষ্ণ হয় । 

b)বৃহৎত্তরঙ্গ রূপে ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরিত হয় । 

c)বায়ুমণ্ডলের উপাদান গুলি দ্বারা এই তাপ শোষিত হয়ে বায়ুমন্ডলকে উত্তপ্ত করে । 

d ) জলভাগের তুলনায় স্থলভাগে বিকিরণের হার বেশি । 

4 ) অ্যাডভেকশন পদ্ধতি— ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর অনুভূমিক প্রবাহের ফলে তাপের স্থানান্তরকে অ্যাডভেকশন বলে । 


5)অন্যান্য পদ্ধতি— জলীয়বাষ্প ঘনীভবনের সময় নির্গত লীনতাপ , প্রত্যক্ষ সৌরতাপ শোষণ , তেজস্ক্রিয় পদার্থ এবং দাবানল প্রভৃতি দ্বারা বায়ুমণ্ডল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উত্তপ্ত হয় ।








Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর