) মরু সম্প্রসারনে প্রভাব গুলি আলোচনা কর:- অথবা মরুকরণের ফলাফল গুলি লেখ:effects of desert expansion

Q) মরু সম্প্রসারনে প্রভাব গুলি আলোচনা কর:- অথবা মরুকরণের ফলাফল গুলি লেখ : 

Written by FIROZ MALLICK 

Ans) মরুকরণ বা মরু সম্প্রসারণের ফলে জীবজগতের উপর যে সমস্ত প্রভাব গুলি পড়ে সেগুলি হল:-

1 ) মরুভূমির আয়তন বৃদ্ধি— মরু সম্প্রসারনে ফলে মরুভূমির আয়তন স্থায়ীভাবে বৃদ্ধি পাবে । 

2 ) সভ্যতা ধ্বংস— মরুভূমির আয়তন বৃদ্ধি পেলে সভ্যতার ধ্বংস হবে । 

3)জীববৈচিত্র্য হ্রাস— পর্যাপ্ত বনভূমি ও বাস্তুতন্ত্রের অভাবে জীবের প্রজাতির সংখ্যা হ্রাস পাবে । 

4 ) মৃত্তিকার উর্বরতা হ্রাস— মরুভূমির বালি মৃত্তিকার সাথে মিশে উর্বরতা নষ্ট করবে । 

5 ) ভৌমজলের ভাণ্ডার হ্রাস— পর্যাপ্ত বৃষ্টির অভাবে জলের অনুপ্রবেশ বন্ধ হবে ভৌমজলের ভান্ডার কমে যাবে ।








Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর