মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি হাওয়ার কারনগুলো লেখোWrite the reasons why wind action prevails in desert regions, Madhymik HS geography উচচমাধ্যমিক ভূগোল


Q) মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি হাওয়ার কারন : ( NO - 3 , MP - 2017 ) 

অথবা

মরু অঞ্চলের বায়ু সব থেকে বেশি কার্যকরী হয় কেন?

Written by FIROZ MALLICK 


Ans) মরু অঞ্চলে বায়ু খুব কার্যকরী হয়। এখানে বায়ুর কাজের প্রাধান্য বেশি হওয়ার প্রধান প্রধান কারণ গুলি নিম্নে আলোচনা করা হল:- 

1 ) উদ্ভিদশূন্য ভূপৃষ্ঠ- মরুভূমি অঞ্চল উন্মুক্ত বা উদ্ভিদশূন্য হাওয়াই বায়ুর কাজ সহজে কার্যকর হতে পারে । 

2 )অল্প বৃষ্টিপাত- বৃষ্টিপাত অল্প হওয়াই বালির স্তর আলগা ও শিথিল থাকে ফলে বায়ু খুব সহজেই কার্যকরী ভূমিকা পালন করতে পারে। 

3)যান্ত্রিক আবহবিকার- উষ্ণতার তারতম্যে শিলা চূর্ণ - বিচূর্ণ হয়ে বালিকনার পরিমাণ বৃদ্ধি করে , যা বায়ুর কাজের প্রধান উপাদান । 

4)শিথিল ভূপৃষ্ঠ - ভূপৃষ্ঠ শিথিল হওয়াই বালি শুষ্ক হয় , ফলে বায়ুর কাজ দ্রুত হয় । 

5)বাধাহীন বায়ুপ্রবাহ- মরুভূমি অঞ্চলে উদ্ভিদের আবরণ না থাকায় বাধাহীনভাবে বায়ু প্রবাহিত হতে পারে ।












Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর