উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধা Advantage & disadvantages of Satellite Image মাধ্যমিক উচ্চমাধ্যমিক ভূগোল

 Q)উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধা গুলি আলোচনা কর:- (মাম ৩+৩)written by FIROZ MALLICK 


 Ans) ∆উপগ্রহ চিত্রের বা Satellite Image এর সুবিধা গুলি নিম্নে আলোচনা করা হল :-

( i ) আবহাওয়ার পূর্বাভাষ - ধারাবাহিকভাবে বায়ুমণ্ডলের ছবি পাঠাতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায় । 

( ii ) মানচিত্র তৈরি - মানচিত্র বা ম্যাপ তৈরিতে সাহায্য করে । 

( iii ) সম্পদ অনুসন্ধানে- সম্পদের উৎস ও প্রকৃতি নির্ধারণ করতে সাহায্য করে । 

(iv) দূরসংবেদনশীলতা - ভূপৃষ্ঠের যে সমস্ত স্থানে মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না, সেখানে উপগ্রহের মাধ্যমে অনায়াসেই চিত্রগ্রহণ করে স্থানগুলি সম্পর্কে আনুমানিক তথ্যও পাওয়া যায়। যেমন—তিব্বতীয় হিমালয়ের দুর্গম ও সংবেদনশীল অঞ্চলগুলি সম্পর্কে উপগ্রহচিত্রের মাধ্যমেই জানা যায়।

(v) ভূপ্রকৃতি সংক্রান্ত তথ্য - ভূপৃষ্ঠে অবস্থিত বিভিন্ন নদী, নদীর গতি, পাহাড়-পর্বত, মালভূমি, সমভূমি, ব-দ্বীপ প্রভৃতি সব ধরনের ভূপ্রকৃতির বিস্তার ও বণ্টন সম্পর্কে বিশদ ধারণা পাওয়া যায়।

(vi)ভূমির ব্যবহার, বনভূমির বিস্তার, বনভূমির উদ্ভিদের প্রজাতি, দাবানলের ফলে ক্ষতির হিসাব, কৃষিক্ষেত্রের প্রসার, শস্য উৎপাদন ও শস্যের ক্ষতির হিসাবও উপগ্রহচিত্র থেকে বোঝা যায়।



∆∆উপগ্রহ চিত্র বা  Satellite Image এর অসুবিধা গুলি নিম্নে আলোচনা করা হল : 

( i ) অধিক অর্থ ব্যয়- কৃত্রিম উপগ্রহ নির্মাণ মহাকাশে প্রেরণ করা অধিক অর্থ ব্যয় । 

( ii ) দুর্যোগপূর্ণ আবহাওয়া - আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ছবি তুলতে সমস্যা হয় । 

( iii ) প্রযুক্তি নির্ভর- এই ব্যবস্থা অধিক প্রযুক্তিনির্ভর , ফলে যান্ত্রিক ত্রুটি যে কোন সময় হতে পারে ।

(iv)বস্তুর উচ্চতা ও ব্যাপ্তি সঠিক নির্ণয় করা যায় না উপগ্রহ চিত্রের মাধ্যমে।











Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর