উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধা Advantage & disadvantages of Satellite Image মাধ্যমিক উচ্চমাধ্যমিক ভূগোল

 Q)উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধা গুলি আলোচনা কর:- (মাম ৩+৩)written by FIROZ MALLICK 


 Ans) ∆উপগ্রহ চিত্রের বা Satellite Image এর সুবিধা গুলি নিম্নে আলোচনা করা হল :-

( i ) আবহাওয়ার পূর্বাভাষ - ধারাবাহিকভাবে বায়ুমণ্ডলের ছবি পাঠাতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায় । 

( ii ) মানচিত্র তৈরি - মানচিত্র বা ম্যাপ তৈরিতে সাহায্য করে । 

( iii ) সম্পদ অনুসন্ধানে- সম্পদের উৎস ও প্রকৃতি নির্ধারণ করতে সাহায্য করে । 

(iv) দূরসংবেদনশীলতা - ভূপৃষ্ঠের যে সমস্ত স্থানে মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না, সেখানে উপগ্রহের মাধ্যমে অনায়াসেই চিত্রগ্রহণ করে স্থানগুলি সম্পর্কে আনুমানিক তথ্যও পাওয়া যায়। যেমন—তিব্বতীয় হিমালয়ের দুর্গম ও সংবেদনশীল অঞ্চলগুলি সম্পর্কে উপগ্রহচিত্রের মাধ্যমেই জানা যায়।

(v) ভূপ্রকৃতি সংক্রান্ত তথ্য - ভূপৃষ্ঠে অবস্থিত বিভিন্ন নদী, নদীর গতি, পাহাড়-পর্বত, মালভূমি, সমভূমি, ব-দ্বীপ প্রভৃতি সব ধরনের ভূপ্রকৃতির বিস্তার ও বণ্টন সম্পর্কে বিশদ ধারণা পাওয়া যায়।

(vi)ভূমির ব্যবহার, বনভূমির বিস্তার, বনভূমির উদ্ভিদের প্রজাতি, দাবানলের ফলে ক্ষতির হিসাব, কৃষিক্ষেত্রের প্রসার, শস্য উৎপাদন ও শস্যের ক্ষতির হিসাবও উপগ্রহচিত্র থেকে বোঝা যায়।



∆∆উপগ্রহ চিত্র বা  Satellite Image এর অসুবিধা গুলি নিম্নে আলোচনা করা হল : 

( i ) অধিক অর্থ ব্যয়- কৃত্রিম উপগ্রহ নির্মাণ মহাকাশে প্রেরণ করা অধিক অর্থ ব্যয় । 

( ii ) দুর্যোগপূর্ণ আবহাওয়া - আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ছবি তুলতে সমস্যা হয় । 

( iii ) প্রযুক্তি নির্ভর- এই ব্যবস্থা অধিক প্রযুক্তিনির্ভর , ফলে যান্ত্রিক ত্রুটি যে কোন সময় হতে পারে ।

(iv)বস্তুর উচ্চতা ও ব্যাপ্তি সঠিক নির্ণয় করা যায় না উপগ্রহ চিত্রের মাধ্যমে।











Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর