বায়ুরচাপ & বায়ুর চাপ বলয় MCQ SAQ questions Air pressure মাধ্যমিক ভূগোল উচচমাধ্যমিক ভূগোল HS geography Madhymik geography
∆বায়ুর চাপ এবং বায়ুর চাপ বলয় MCQ & SAQ questions ∆
Written by FIROZ MALLICK
১. বায়ুর চাপ পরিমাপ করা হয় :- মিলিবার (mb) এককে.
২. সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হল:- ১০১৩.২৫ mb.
৩. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হল:- ১০১৩.২৫ mb.
৪. সমচাপ রেখা গুলি দূরে দূরে অবস্থান করলে :- শান্ত আবহাওয়া সৃষ্টি হয়।
৫. সমচাপ রেখা বা সমপ্রেস রেখা গুলি গায়ে গায়ে অবস্থান করলে :- দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়।
৬. সমচাপ রেখা গুলি চক্রাকারে অবস্থান করলে :- প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে।
৭. বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে:- বায়ুর গতি বৃদ্ধি পায়। (MP ২০২০)
৮. বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্র হলো:- ব্যারোমিটার।
৯. বায়ুর উচ্চতা পরিমাপক যন্ত্র হলো:- অল্টিমিটার।
১০. বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয় :- বাতপতাকার সাহায্যে।
১১. বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র হলো:- অ্যানিমোমিটার। (MP ২০১৭)
১২. বায়ুর গতিবেগের একক হল:- নট।
১২. 1 নট= 1.15 মাইল।
১৩. 1 নট= 1.85 কিমি।
১৪. বায়ুর শক্তি মাত্রা নির্ণয় করা হয়:- বিউফোর্ট স্কেলের সাহায্যে।
১৫. আকাশের মেঘাচ্ছন্নতা পরিমাপের একক হল:- ওকটা।
১৬. বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র হলো:- রেনগজ।
১৭. বায়ুর উষ্ণতা পরিমাপক যন্ত্র হলো:- থার্মোমিটার।
১৮. বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্র হলো:- হাইগ্রোমিটার।(MP ২০১৭).
১৯. আপেক্ষিক আদ্রতা পরিমাপক যন্ত্র হলো :- সাইক্রোমিটার।
২০. পর্বত আরোহীদের বায়ুর চাপ মাপক যন্ত্রটির নাম হল :- অ্যানিরয়েড ব্যারোমিটার।
২১.অ্যানিরয়েড ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে :- একইসঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা মাপা হয়।
২২. বিমানের মধ্যে কোন ব্যারোমিটার রাখা হয় এবং কেন রাখা?
Ans) উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপের দ্রুত পরিবর্তন জানার জন্য বিমানে রাখা হয় ব্যারোগ্রাম বা অল্টিমিটার যন্ত্র।
২৩. বায়ুর চাপ মাপার আধুনিক যন্ত্রটির নাম হল :- ডিজিটাল ব্যারোমিটার।
২৪. উষ্ণতা সাথে বায়ুর চাপের :- বিপরীতমুখী সম্পর্ক। অর্থাৎ বায়ু অধিক উষ্ণ হলে হালকা হয় এবং নিম্নচাপের সৃষ্টি হয় আবার বায়ু শীতল হলে উচ্চচাপের সৃষ্টি হয়।।
২৫. সমুদ্র তল থেকে 274মিটার উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ :- 34 মিলিবার হ্রাস পায়।
২৬. জলীয় বাষ্পপূর্ণ বায়ু সাধারণ বায়ুর চেয়ে :- হালকা হয়।
২৭. শীতকালে বায়ুর চাপ :- বেশি হয়।
২৮. গ্রীষ্মকালে বায়ুর চাপ :- কম হয়।
২৯. উচ্চতা সন্ধি বায়ুর চাপের সম্পর্ক হল :- ব্যস্ত অনুপাতিক অর্থাৎ উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমবে এবং উচ্চতা কমলে বায়ুর চাপ বাড়বে।
৩০. উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক হল :- ব্যস্ত অনুপাতিক অর্থাৎ উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে এবং উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়বে।
৩১. জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ু অপেক্ষা :-
হালকা হয়।
৩২. গ্রীষ্মকালের দিনের বেলা :- স্থলভাগ উত্তপ্ত হয়ে নিম্নচাপ সৃষ্টি হয় এবং একই সময়ে জলভাগে উচ্চচাপ সৃষ্টি হয়।
৩৩. সমভূমির তুলনায় পার্বত্য অঞ্চলে :- বায়ুর চাপ কম হয়।
৩৪. সমপ্রেস রেখাগুলি বা সমচাপ রেখা গুলি:- অক্ষরেখার সঙ্গে প্রায় সমান্তরলে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত থাকে।
৩৫. পৃথিবীতে মোট:- সাতটি বায়ুচাপ বলয় দেখা যায়।
৩৬. অশ্ব অক্ষাংশ দেখা যায় :- উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অঞ্চলে।(MP ২০১৯).
৩৭. সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন এর সাথে সাথে বায়ুর চাপ বলয় গুলি :- উত্তর ও দক্ষিণী ৫ থেকে ১৫ ডিগ্রি সরে যায়।
Comments
Post a Comment