ভারতের জলবায়ু SAQ &MCQ Question Climate of India Madhymik geography HS geography উচচমাধ্যমিক ভূগোল মাধ্যমিক

ভারতের জলবায়ুর SAQ & MCQ all questions 

    Written by FIROZ MALLICK 





 1. ভারতবর্ষ হলো :- ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ।

2. ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক হলো :-  মৌসুমী বায়ু।

3. মৌসুমী বায়ুর প্রভাবে ভারতবর্ষে:-  প্রায় ৯০% এর বেশি বৃষ্টিপাত হয়।

4. ভারতের মাঝখান বরাবর গেছে:- কর্কটক্রান্তি রেখা।

5. ভারতবর্ষ:- উষ্ণমণ্ডলে অবস্থিত কারণ ভারতবর্ষের মাঝখান বরাবর গেছে সাড়ে 23 ডিগ্রি  উত্তর কর্কটক্রান্তি রেখা।

6. এল নিনো হলো:- একটি উষ্ণ সমুদ্রস্রোত এর অর্থ দুরন্ত বালক বা শিশু যীশু ।

7. এল নিনোর প্রভাবে ভারতে :-খরা হয়।


8. লা নিনা হলো:- একটি শীতল সমুদ্র স্রোত এর অর্থ ছোট বালিকা।

9. লা নিনোর প্রভাবে ভারতে :-বন্যা হয়

10. এল নিনো ও লা নিনা দেখা যায় :- দক্ষিণ আমেরিকা মহাদেশের চিলি এবং পেরু উপকূলে।

11. পশ্চিমী ঝঞ্ঝার ফলে :- ভারতে শীতকালে পাঁচ থেকে দশ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়


12. ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে পশ্চিমী ঝঞ্ঝা :-পশ্চিমা বায়ুর মাধ্যমে ভারতে প্রবেশ করে।


13.IMD  পুরো নাম হলো :- Indian Meteorological Department

14. IMD সদর দপ্তর :- নিউ দিল্লিতে অবস্থিত।


15. ভারতের উষ্ণতম স্থান হল :-রাজস্থানের ব্রিয়াওয়ালী।


16. ভারতবর্ষের সর্বাধিক খরাপ্রবণ রাজ্য হল:- রাজস্থান

17. ভারত তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হল:- মৌসিনরাম (1350cm)

18. ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে:- 5ই জুন তারিখে।

19. ভারতে মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় :-কেরালার মালাবার উপকূলে।(মাধ্যমিক 2022)


20. ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয়:- তামিলনাড়ুর করমন্ডল উপকূলে।


21. মৌসুমী বায়ুর দুটি শাখা হলো:-

1. আরব সাগরীযশাখা

 2.ভূমধ্যসাগরীয় শাখা

**.দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু যেটি গ্রীষ্মকালে প্রবাহিত হয়।

** উত্তর-পূর্ব মৌসুমী বায়ু যেটি শীতকালে প্রবাহিত হয়।


22.ভারতে পশ্চিমী ঝঞ্জা দেখা যায়:- শীতকালে.(Mp ২০২০)


23. পশ্চিমী ঝামেলা:- ভারতবর্ষে শীতকালে বৃষ্টিপাত হয় না অথচ পশ্চিম দিক বা ভূমধ্যসাগর থেকে আশা পশ্চিমা বায়ুর ফলে সৃষ্ট  ঘুর্ণবাতের  প্রভাবে শীতকালে ৫-১০সেমি বৃষ্টি হয় একে পশ্চিমে ঝামেলা বলে।


22. পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল গুলিতে:- সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আশ্বিনের ঝড় হয়।


23. জেট বায়ু প্রবাহিত হয় :-ঊর্ধ্ব ট্রপোস্পিয়ারে।

24. মৌসুমী বায়ু কে ভারতে আসতে বাধ্য করে :-ক্রান্তীয় পূর্বালী জেট বায়ু (mp ২০১৯(


25. মৌসুমী বায়ুকে ভারত থেকে ফিরে যেতে বাধ্য করে:- উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু।


26. মৌসুমী শব্দটি আরবি শব্দ মৌসিন থেকে এসেছে।যার অর্থ হলো ঋতু।


27. উত্তর-পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টিপাত এবং জম্মু-কাশ্মীরে তুষারপাত ঘটে :-পশ্চিমী ঝঞ্ঝার ফলে।


28. ভারতে শীতকালে বৃষ্টিপাত হয়:- পশ্চিমী ঝঞ্ঝার ফলে.

29. বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঝড় কে:- সাইক্লোন বলে।


30. ভারতের একটি বৃষ্টিছায়  অঞ্চল হল :- শিলং।

31. আশ্বিনের ঝড়:- মৌসুমী বায়ু ফিরে যাওয়ার সময় আশ্বিন মাসে ইংরেজির অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরের উপকূল অঞ্চলে যে ঝড়ের সৃষ্টি হয় তাকে আশ্বিনের ঝড় বলে।


32.Monex এর পুরোনাম হল:- Monsoon Experiment.


33. ভারতে সর্বপ্রথম মৌসুমী বায়ু প্রবেশ করে :-আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তে।


 আর ভারত ভূখণ্ডের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করে কেরালার মালাবার উপকূলে।



34. লু প্রবাহ দেখা যায়:- ভারতের রাজস্থান পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে।


35. কালবৈশাখী ঝড়

আসামে "বরদৈছিলা" নামে পরিচিত।


36.কালবৈশাখী ঝড় কেরালাতে :- আম্রবৃষ্টি নামে পরিচিত।

37.কালবৈশাখী ঝড় কর্নাটকে :- চেরিব্লসম নামে পরিচিত।

Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর