বায়ুপ্রবাহ

 বায়ুপ্রবাহ


১. নিরক্ষীয় অঞ্চলে সূর্য :- লম্বভাবে কিরণ দেয়।


২.নিরক্ষীয় অঞ্চলে সারা বছর উষ্ণতা :- বেশি থাকে।


৩. নিরক্ষীয় অঞ্চলে বায়ুর :- নিম্নচাপ দেখা যায়।


৪. নিরক্ষীয় অঞ্চলে :-  বায়ু উষ্ণ ও ঊর্ধমুখী।


৫. নিরক্ষীয় অঞ্চলে বায়ুর :- উল্লম্ব প্রবাহ দেখা যায়।


৬. নিরক্ষীয় অঞ্চলে :-  বায়ুর অনুভূমিক প্রবাহ প্রায় থাকেনা।


৭. ITCZ:- Inter tropical Convergence Zone.


৮. ITCZ :- নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়।


৯. নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ :- সবচেয়ে বেশি।


১০. নিরক্ষরেখায় কোরিওলিস বল:- শূন্য।


১১. মেরু অঞ্চলে কোরিওলিস বল :- সর্বাধিক (সবচেয়ে বেশি)।


১২. নিরক্ষরেখায় :- ঘূর্ণিঝড় সৃষ্টি হয় না।


১৩. বায়ু প্রবাহের দিকে সাথে কোরিওলিস বল :-  সমকোণে কাজ করে (৯০°কোণে)।


১৪. কোরিওলিস বলের কথা :- সর্বপ্রথম বিজ্ঞানী জি.ডি কোরিওলিস ১৮৩৫ খ্রিস্টাব্দে বলেন।


১৫. পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কোরিওলিস বলের থেকে :- ফেরেলের সূত্রটি আবিষ্কৃত হয়।


১৬. বায়ুপ্রবাহের প্রধান দুটি কারণ হলো:- বায়ুর চাপের তারতম, করিওলিস বল।


১৭. ঘর্ষণের কারণে স্থলভাগ অপেক্ষা সমুদ্রে বায়ুর গতি বেগ বেশি হয়।


১৮. উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর গতিবেগ বাড়ে :- কারণ উচ্চতা বৃদ্ধির ফলে বায়ুর ঘর্ষণ কমে যায়।


১৯. বায়ু সাধারণত উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়।


২০. পৃথিবীর উত্তর মেরুকে সুমেরু এবং দক্ষিণ মেরুকে কুমেরু বলা হয়।


২১.অশ্ব অক্ষাংশ :- ২৫°- ৩৫°।


২২. নিয়ত প্রবাহ :- যে বায়ু গুলি সারাবছর নিয়মিতভাবে একই দিকে, নির্দিষ্ট গতি ও বৈশিষ্ট্য নিয়ে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ুপ্রবাহ বলে।


 নিয়ত বায়ুকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা :- 

1.আয়ন বায়ু .

2.পশ্চিমা বায়ু.

3.মেরু বায়ু।


23.

Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর