মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায় গুলি আলোচনা কর। অথবা মরুকরণ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলি আলোচনা কর।Prevention of desertification, Desert expansion, madhymick exam HS geography


Q)মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায় গুলি আলোচনা কর।

অথবা

মরুকরণ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলি আলোচনা কর।

Written by FIROZ MALLICK 

Ans) প্রতিনিয়ত পৃথিবীর মরুভূমি গুলি সম্প্রসারিত হচ্ছে অর্থাৎ তাদের আয়তন বৃদ্ধি পেতে থাকছে। মরুভূমির এই সম্প্রসারণের জন্য প্রকৃতি এবং মানুষ উভয়ই দায়ী। এই মরুসম্প্রসারণ প্রতিরোধ করার জন্য যে সমস্ত ব্যবস্থাগুলি নেওয়া যেতে পারে সেগুলি হল:-

1. বৃক্ষরোপণ ও বৃক্ষের বলয় সৃষ্টি।

2. পশুচারণ নিয়ন্ত্রণ।

3. বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ।

4. কৃত্রিম জলাধার নির্মাণ।

5. ভূমির উপযুক্ত ব্যবহার।

6. বালির সম্প্রসারণ প্রতিরোধ।

7. কৃত্রিম আবরণ সৃষ্টি।


 1 ) বৃক্ষরোপণ ও বৃক্ষের বলয় সৃষ্টি— মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চলে বৃক্ষরোপন করলে বালি উড়ে যাওয়ার হাত থেকে বাধা পাবে , ফলে মরুভূমি সম্প্রসারণ থেকে রক্ষা পাবে । 

2 ) পশুচারণ নিয়ন্ত্রণ— অনিয়ন্ত্রিত পশুচারণ বন্ধ করতে হবে কারণ পশুচারণ ভূমিতে ছোট উদ্ভিদ , ঘাস প্রভৃতি নতুন করে জন্মাতে পারবে না । 

3 ) বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ— বিজ্ঞানভিত্তিক কৃষিকাজ করলে মরুভূমি সম্প্রসারণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে । 

4 ) কৃত্রিম জলাধার নির্মাণ- মরু অঞ্চলে স্থায়ী জলাধার নির্মাণ করতে হবে । 

5 ) মরুভূমি সংলগ্ন এলাকায় ভূমির উপযুক্ত ব্যবহার করার মাধ্যমে মরুকরণ প্রতিরোধ করা সম্ভব।

6 ) বালি সম্প্রসারণ প্রতিরোধ করার মাধ্যমে মরু সম্প্রসারণ রোধ করা যায়।

7) মরুভূমির নিকটবর্তী অঞ্চল গুলিতে কৃত্রিম আবরণ সৃষ্টির দ্বারা মরুকরণ আটকানো সম্ভব।










Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

🏜 পৃথিবীর বৃহত্তম উষ্ণ ও শীতল মরুভূমি সমূহ🏜 মরুভূমি moruvumi Desert Sahara Gobi Kalahari thor desert