ভাঁজ / Fold HS geography Suggestions ucchomadhymik vugol suggestions
ভাঁজ/ FOLD ( All MCQ + SAQ)
written By..........FIROZ MALLICK
1) ভাঁজ : গিরিজনি আলোড়নের প্রভাবে শিলায় পার্শ্বচাপ পড়ে। ওই পার্শ্বচাপের ফলে নমনীয় পাললিক শিলাস্তরে সমান বা অসমানভাবে তরঙ্গের ন্যায় যে বক্রতা সৃষ্টি হয় তাকে ভাঁজ বা বলি বলে। ভাঁজ সাধারণত পাললিক শিলায় পড়ে। তবে কখনো কখনো আগ্নেয় শিলায় হালকা ভাঁজ দেখা যায়।
ভাঁজের নিয়ন্ত্রকগুলি হল— 1. সংশ্লিষ্ট শিলার স্থিতিস্থাপকতা, কাঠিন্য, দৃঢ়তা, চাপ ও তাপ সহন ক্ষমতা।
2. ভূত্বকের সংকোচনের সময়ে উদ্ভূত চাপ ও তাপের পরিমাণ এবং এগুলির প্রাবল্য ও সময়কাল।
3. সংকোচন বলের তারতম্য।
2)কোন্ প্রকার আলোড়নে ভাঁজের সৃষ্টি হয়?
উত্তর : গিরিজনি আলোড়নে ভাঁজের সৃষ্টি হয়।
3) অ্যান্টিফর্ম কী?
উত্তর : কোনো ভাঁজের ওপরের অংশকে অ্যান্টিফর্ম বলে।
4)বাহুদেশ কী?
উত্তর : কোনো ভাঁজের শীর্ষদেশ থেকে নিম্নদেশ পর্যন্ত বিস্তৃত শিলাস্তরকে বাহুদেশ (Limb) বলে।
5) স্তরায়ণ তল কী?
উত্তর : কোনো পাললিক শিলার দুটি স্তর যে তল দ্বারা বিচ্ছিন্ন থাকে, তাকে স্তরায়ণ তল বলে।
6)সিনফর্ম কী?
উত্তর : কোনো ভাঁজের নীচের অংশকে সিনফর্ম বলে।
6)গ্রন্থিবিন্দু কী?
উত্তর : কোনো ভাঁজের যে বিন্দুতে শিলাস্তরের বক্রতা সবচেয়ে বেশি, তাকে গ্রন্থিবিন্দু বলে।
7) ভাঁজের নতি (Dip) বা শিলাস্তরের নতি কী?
[XI-2018]
উত্তর : অনুভূমিক তলের সঙ্গে শিলাস্তর বা ভাঁজের বাহু যে কোণে নত থাকে, তাকে ভাঁজের বা শিলাস্তরের নতি বলে।
8)ভাঁজের আয়াম (Strike) কী?
উত্তর : স্তরায়ণ তল ও অনুভূমিক তল যে রেখা বরাবর ছেদ করে, তাকে আয়াম বলে।
9) প্রতিসম ভাঁজের সংজ্ঞা দাও।
[XI-2017]
উত্তর : যে ভাঁজের দু-পাশের বাহু সমান কোণে দু-দিকে নত হয়ে বা হেলে অবস্থান করে, তাকে প্রতিসম ভাঁজ বলে।
10) ঊর্ধ্বভঙ্গধারা কাকে বলে?
উত্তর : ঊর্ধ্ব ভাঁজের ওপর অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র ঊর্ধ্ব ভাঁজের সমাহারকে ঊর্ধ্বভঙ্গধারা বলে।(XI-2015]
11) অধোভঙ্গধারা কাকে বলে ?
(XI-2013)
উত্তর : অসংখ্য ছোটো ছোটো ভাঁজযুক্ত বিশালায়তন অধোভাকে অধোভঙ্গধারা বলে।
12) কুয়েস্তা কাকে বলে?
উত্তর : একনত ভাঁজযুক্ত শিলাস্তরের অপ্রতিসম ঢালের আয়াম বরাবর গঠিত উচ্চভূমিকে কুয়েস্তা বলে।
13), হুগব্যাক কাকে বলে?
উত্তর : একনত ভাঁজযুক্ত অঞ্চলে শিলাস্তরের প্রতিসম ঢালের আয়াম বরাবর গঠিত শৈলশিরাকে হগব্যাক বলে ।
14) উর্ধ্বভজ্ঞা ও অধোভঙ্গে কোন্ নদী প্রবাহিত
হয়?
উত্তর : লম্ব অনুগামী নদী ও অনুদৈর্ঘ্য অনুগামী নদী প্রবাহিত হয়।
15) কোন্ পাত সীমানায় শিলা ভাঁজ সৃষ্টি হয়?
[XI-2016]
উত্তর : অভিসারী পাত সীমানায় শিলা ভাঁজ সৃষ্টি হয়।
16)অ্যালোকথন কাকে বলে?
উত্তর : কোনো ভাঁজের বিচ্ছিন্ন অংশের বহুদূরে নিক্ষেপকে অ্যালোকথন বলে।
17) চ্যুতিতল ও অনুভূমিক তল যে কাল্পনিক রেখা বরাবর একে অপরকে ছেদ করে তার নাম করো। XI-2014)
উত্তর : চ্যুতিতল ও অনুভূমিক তলের কাল্পনিক ছেদ রেখাকে আয়াম বলে।
18)একদিকে অত্যধিক পার্শ্বচাপের ফলে ভাঁজের অক্ষতল যখন প্রায় অনুভূমিক হয়ে যায়, তখন তাকে কী ধরনের ভাঁজ বলে? (XI-2014, 16, 18]
উত্তর : শায়িত ভাঁজ।
19. ভাঁজের দু-দিকে সংকোচনকারী বল সমান হলে গঠিত হয়— প্রতিসম ভাঁজ/অপ্রতিসম ভাঁজ/সমপ্রবণ ভাঁজ/কোনোটিই নয়
Ans [প্রতিসম ভাঁজ]
20. ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ – মহীভাবক আলোড়ন/পলল সঞ্চয়/পাত সঞ্চরণ/কোনোটিই নয়
Ans)[পাত সঞ্চরণ]
21. শিলাস্তরে ভাঁজ সৃষ্টির জন্য দরকার — পার্শ্বচাপ, ম্যাগমার চাপ ও কেলাসিত লবণূে চাপ/পার্শ্বচাপ, টান ও ম্যাগমার চাপ/ ঔদচাপ, ম্যাগমার চাপ ও কেলাসিত লবণের চাপ/টান, সংঘর্ষ ও ঔদচাপ
Ans)[পার্শ্বচাপ, ম্যাগমার চাপ ও কেলাসিত লবণের চাপ]
22. ভাঁজের যে অংশ ওপরের দিকে উত্তল হয়ে অবস্থান করে, তাকে বলে – ঊর্ধ্বভঙ্গধারা/ঊর্ধ্বভঙ্গ/ অধোভঙ্গধারা/অধোভঙ্গ
Ans)[ঊর্ধ্বভঙ্গ];
23)ভাঁজের যে অংশ নীচের দিকে অবতল হয়ে অবস্থান করে, তাকে বলে – ঊর্ধ্বভঙ্গধারা/ঊর্ধ্বভঙ্গ/ অধোভঙ্গধারা/অধোভঙ্গ
Answer) [অধোভঙ্গ]
24. যে বিন্দুতে শিলাস্তরের বক্রতা সবচেয়ে বেশি, ভাঁজের সেই বিন্দুকে বলে- গ্রন্থিবিন্দু বা হিঞ্জ/গ্রন্থিবলয় বা হিঞ্জ জোন/ শীর্ষবিন্দু/উদভেদ
[Answer) গ্রন্থিবিন্দু বা হিঞ্জ]।
25. শিলামণ্ডল ও ভূঅভ্যন্তরে যে প্রাকৃতিক শক্তি প্রতিনিয়ত কাজ করে সেই শক্তির নাম কী ?
Answer [অন্তর্জাত শক্তি] ;
26. মহীভাবক আলোড়ন কোন্ ধরনের অন্তর্জাত প্রক্রিয়া ?
Answer [ধীর প্রক্রিয়া] ;
27. মহীভাবক আলোড়নের প্রভাবে কী গঠিত হয়?
Answer [মালভূমি] ;
28. গিরিজনি আলোড়নের প্রভাবে কী গঠিত হয়?
Answer [ভঙ্গিল পর্বত] ;
29. মহীভাবক আলোড়ন কোন্ তল বরাবর কাজ করে?
Answer) উল্লম্ব];
30. গিরিজনি আলোড়ন কোন্ তল বরাবর কাজ করে? Answer) অনুভূমিক] ;
31. পার্শ্বচাপের প্রভাবে সৃষ্ট বক্রতলকে কী বলে?
Ans [ভাঁজ]
32. শিলাস্তরের কোথায় বক্রতা সবচেয়ে বেশি হয়?
Ans) [গ্রন্থিবিন্দু বা হিঞ্জ]
33. ভাঁজের দুটি গ্রন্থিবিন্দুকে যোগ করলে কী পাওয়া যায়?
Ans[গ্রন্থিরেখা]
34. ভাঁজের অক্ষ থেকে শিলাস্তরের দুটি বিস্তৃত অংশের নাম কী?
Ans[বাহু বা লিম্ব]
35. অনুভূমিক তলের সঙ্গে শিলাস্তর কোন্ কোণে হেলে থাকে ?
Answer [নতি] ;
36. কোন্ ভাঁজে দুটি বাহুর নতি সমান হয় না?
Answer [অপ্রতিসম ভাঁজ] ;
37) কোন্ ভাঁজে অন্তর্মুখী নতি দেখা যায়?
Answer)[অধোভাজ বা অধোভঙ্গ] ;
38) ঊর্ধ্বভাঁজের ওপর কোন্ ভূমিরূপ গড়ে ওঠে ?
Answer[ ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা] ;
39. কোন্ ভাঁজের ওপর ভৃগু সৃষ্টি হয়?
Answer[অপ্রতিসম ভাঁজ] ;
40. কোন্ ভাঁজের অক্ষতল বরাবর চ্যুতির সৃষ্টি হয়?
Answer.[ উদ্ঘট ভাঁজ] ;
41. কোন্ ভাঁজে ঊর্ধ্বভঙ্গের দুটি বাহুর নীচের অংশ কাছাকাছি অবস্থান করে ?
Answer[পাখা ভাঁজ]।
42. যে ভাঁজের অক্ষতলের নতি ভূমির প্রায় সমান্তরাল থাকে, তাকে কী ভাঁজ বলে ?
Answer)শায়িত ভাঁজ]
43) ভাঁজের যে অংশ ওপরের দিকে উত্তল হয়ে অবস্থান করে, তার নাম কী ?
Answer)[ঊর্ধ্বভাজ বা ঊর্ধ্বভঙ্গ] ;
44. ভাঁজের গ্রন্থিরেখা থেকে শিলাস্তরের দুটি বিস্তৃত অংশকে কী বলে ?
Answer)[বাহু] ;
45. ভাঁজের অক্ষতল ও শিলার স্তরায়ন তলের ছেদরেখাকে ভাঁজের কী বলে ?
Answer[অক্ষ] ;
Comments
Post a Comment