Q) আদর্শ ভাঁজের বিভিন্ন জ্যামেতিক উপাদান গুলি আলোচনা কর: নতি ও আয়ামের মধ্যে পার্থক্য লেখ: 

(4+3)   (xi 2017)

Answer) •ভাঁজের জ্যামিতিক বা গাঠনিক উপাদান:  কোন ভাঁজ এর যে অংশগুলির সাহায্যে ভাঁজগুলিকে চিহ্নিত করা যায় তাকে ভাঁজের জ্যামিতিক বা গাঠনিক উপাদান বলে। একটি আদর্শ ভাঁজের বিভিন্ন জ্যামিতিক উপাদান রয়েছে সেগুলি হল:-

1)ভাঁজের অক্ষ বা FOLD AXIS

2) অক্ষতল বা FOLD AXIAL PLANE

3) বাহু বা LIMB

4) নতি বা DIP

5) আয়াম বা STRIKE

6) গ্রন্থিবিন্দু বা HINGE

7) গ্রন্থিরেখা বা Hinge Line

8) 


লক


করা হয়, তাকে ভাঁজের জ্যামিতিক বা গাঠনিক উপাদান বলে। একটি


আদর্শ ভাঁজে বিভিন্ন জ্যামিতিক উপাদান আছে। যেমন—


* ক. ভাঁজ অক্ষ (Foldaxis): কোনো ভাঁজের অক্ষতল ও শিলার স্তরায়ণ তলের ছেদরেখাকে ভাঁজ অক্ষ বলে। বৈশিষ্ট্য : (i) ভাঁজের সবচেয়ে বেশি বক্রতাযুক্ত বিন্দুগুলিকে যোগ করে এই অক্ষ পাওয়া যায়। (ii) এই রেখা উল্লম্ব বা হেলানো হয়।


অক্ষ


বৈশিষ্ট্য : (i) ভাঁজ


বাহু


নতি


গ্রন্থিরেখা


বাহু


* খ. অক্ষতল (Fold axial plane) : ভাঁজের সবচেয়ে উঁচু বিন্দুগুলিকে অনুসরণ করে শিলাস্তরের ওপর থেকে নীচ পর্যন্ত কাটলে যে তল পাওয়া যায়, তাকে অক্ষতল বলে । অক্ষতল ভাঁজকে সমান বা অসমানভাবে দুটি ভাগে ভাগ করে। (ii) এটি সরল অথবা বাঁকা হয়। আদর্শ ভাঁজের বিভিন্ন অংশ


অক্ষতল


স্তরায়ণ তল


* গ. বাহু (Limb) : কোনো ভাঁজের শীর্ষদেশ থেকে নিম্নদেশ পর্যন্ত বিস্তৃত শিলাস্তরকে বাহু বলে। বৈশিষ্ট্য : বাহু সমান বা অসমান দৈর্ঘ্যের হতে পারে।


* ঘ. নতি (Dip): অনুভূমিক তলের সঙ্গে ভাঁজের বাহু যে কোণে নত থাকে, তাকে ভাঁজটির নতি বলে। বৈশিষ্ট্য : (i) নতি একটি ভেক্টর রাশি। (ii) নতির মান 02-90° পর্যন্ত হতে পারে।


* ৫. আয়াম (Strike) : স্তরায়ণ তল ও অনুভূমিক তল যে রেখা


বরাবর ছেদ করে, তাকে আয়াম বলে। বৈশিষ্ট্য': আয়াম শিলাস্তর যে দিকে হেলে থাকে তার সঙ্গে সমকোণে অবস্থান করে। * চ. গ্রন্থিবিন্দু (Hinge): যে বিন্দুতে শিলাস্তরের বক্রতা সবচেয়ে বেশি, তাকে গ্রন্থিবিন্দু বলে। বৈশিষ্ট্য : গ্রন্থিবিন্দুর এলাকাগুলি


যোগ করে গ্রন্থি এলাকা পাওয়া যায়।


* ছ. গ্রন্থিরেখা (Hinge line) : একটি ভাঁজের দুটি গ্রন্থিবিন্দুকে


যোগ করলে যে রেখা পাওয়া যায়, তাকে গ্রন্থিরেখা বলে। * জ. শীর্ষবিন্দু (Crest): কোনো ভাঁজের সর্বোচ্চ বিন্দুকে শীর্ষবিন্দু বলে।


* ঝ, পাদবিন্দু (Base) : কোনো ভাঁজের সর্বনিম্ন বিন্দুকে পাদবিন্দু


বলে।


* ঞ. স্তরায়ণ তল (Bedding plane) : পাললিক শিলাস্তর যে তল বরাবর একে অন্যের থেকে পৃথক থাকে, তাকে স্তরায়ণ তল


Shot on OnePlus


By FIROZ


2023.09.11 13:56

Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর