ভাঁজ কাকে বলে? ভাঁজ সৃষ্টির কারণ গুলো লেখ ucchomadhymik suggestions HS geography Suggestions
Q) ভাঁজ কাকে বলে? ভাঁজ সৃষ্টির কারণ গুলো লেখ: [Xi-2015] [2+5]
Written By....FIROZ MALLICK
উত্তর : • এক বা একাধিক বক্রতলের সমষ্টিকে ভাঁজ বলে। গিরিজনি আলোড়নের প্রভাবে শিলায় পার্শ্বচাপ পড়ে। ওই পার্শ্বচাপের ফলে নমনীয় পাললিক শিলাস্তরে সমান বা অসমানভাবে তরঙ্গের ন্যায় যে বক্রতার সৃষ্টি হয় তাকে ভাঁজ বা ফোল্ড বলে।
••ভাঁজ সৃষ্টির কারণ সমূহ (Causes of Formation of Fold): কোনো শিলাস্তরে বিভিন্ন কারণে ভাঁজের সৃষ্টি হয়। যেমন—
1) গিরিজনি আলোড়ন : পৃথিবীপৃষ্ঠে গিরিজনি আলোড়নের ফলে সৃষ্ট সংকোচন বলের প্রভাবে শিলাস্তর কুঞ্চিত হয়ে ভাঁজের আকার ধারণ করে।
2)পাতের ক্রিয়া : অভিসারী পাত সীমানা বরাবর দুটি পাত সামনে এলে মধ্যবর্তী পাললিক শিলাস্তরে ভাঁজের সৃষ্টি হয়।
3)অভিকর্ষজ টান : সমান্তরালভাবে বিন্যস্ত নরম শিলাগুলি অভিকর্ষজ বলের প্রভাবে ক্রমশ সংকুচিত হয়ে ভাঁজ সৃষ্টি করে।
4)তাপীয় সংকোচন : পৃথিবী যতই তাপ বিকিরণ করে ক্রমশ শীতল হচ্ছে ততই তরল অবস্থা থেকে কঠিন হচ্ছে বলে শিলাস্তর সংকুচিত হলে ভূত্বকে ভাঁজ সৃষ্টি হয়।
5)পার্শ্বচাপ : ভূ-আলোড়নে অন্তর্জাত প্রক্রিয়ার ফলে শিলাস্তরের মধ্যে বিপরীতমুখী অনুভূমিক পার্শ্বচাপ বৃদ্ধি পায় বলে ভূত্বকে ভাঁজ সৃষ্টি হয়।
6)ভূ-গাঠনিক পাত সঞ্চালন : পরস্পরমুখী পাতের (অভিসারী পাত) চলনে পাতসীমান্ত বরাবর অঞ্চলে মহিখাতযুক্ত স্থানে সঞ্চিত পললে কুঞ্চনের ফলে ভাঁজ সৃষ্টি হয়।
7)পরিচলন স্রোত : ক্ষুব্ধমণ্ডলে তেজস্ক্রিয় পদার্থের তাপ বিকিরণের ফলে সৃষ্ট পরিচলন স্রোতের প্রভাবে ভূ-আলোড়ন সংগঠিত হলে শিলাস্তরে পার্শ্বচাপ বেড়ে গিয়ে ভাঁজ সৃষ্টি হয়।
8)ম্যাগমার ঊর্ধ্বমুখী চাপ : ভূ-অভ্যন্তরস্থ ম্যাগমার ঊর্ধ্বমুখী চাপের ফলে ভূপৃষ্ঠের সঞ্চিত পাললিক শিলাস্তরে ভাঁজের সৃষ্টি হয়।
9)অন্যান্য কারণ : (i) স্তরীভূত শিলার কোনো অংশ উত্থানের ফলে,
(ii) পৃথিবীর অভ্যন্তরভাগ ক্রমশ সংকুচিত হলে।
(iii) হিমবাহের প্রবাহে,
(iv) পৃথিবীর অসম আবর্তনজনিত কারণে ভাঁজ সৃষ্টি হয়।
Comments
Post a Comment