Physical science suggestions madhymik মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন (নিম্নে মাধ্যমিক ভৌতবিজ্ঞান ব্রড প্রশ্ন 2017,2018,2019,2020,2022,2023 সালে ফাইনালে যে যে প্রশ্ন গুলো পড়েছিল প্রতিটি বছর অনুযায়ী আলাদা আলাদা করে দেওয়া হলো।) মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র ২০১৭ 4.1 গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটি বিবৃত কর এবং সূত্রটিকে লেখচিত্রের (v বনাম t) সাহায্যে প্রকাশ কর । (2+1) 4.2 অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8g অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? (H=1, N=14, O=16, S=32) Or,CaCO³ এর সঙ্গে লঘু HCI এর বিক্রিয়ায় CaCI², CO² ও H²O উৎপন্ন হয়। 50.0 g CaCO³ থেকে 55.5 g CaCI², 22.0 g CO² ও 9.0 g H²O উৎপন্ন করতে কত গ্ৰাম HCI এর প্রয়োজন হবে? প্রয়োজনীয় HCI এর মোল সংখ্যা কত? (H=1, CI=35.5) (2+1) 4.3 স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর মান কত? (2+1) Or তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো। উচ্চ তাপপরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম কর। ( 2+1) 4.4 আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্রটি বিবৃত কর। দ্বিতীয় সূত্রে গা