HS GEOGRAPHY PRACTICAL Suggestion Question 2019-2020




1.মানচিত্র স্কেল কাকে বলে?
Ans. মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠে অনুরূপ দুটি স্থানের অনুপাতকে মানচিত্র স্কেল বলা হয়।
2. মানচিত্র স্কেল কয় প্রকার ও কি কি ?
Ans . মানচিত্র স্কেল তিন প্রকার :-
১. বিবৃতিমূলক স্কেল ( statement scale).
২. ভগ্নাংশ সূচক স্কেল ( R.F scale).
৩. লৈখিক স্কেল ( Graphical scale).

3. লৈখিক স্কেলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ?
Ans. 3 ভাগে ভাগ করা যায়।
যথা:- রৈখিক স্কেল, ডায়াগোনাল স্কেল , ভর্নিয়ার স্কেল।
4. ভগ্নাংশসচক স্কেল কাকে বলে ?
Ans. যখন ভূমিদুরত্বকে মানচিত্রের এক একক দূরত্বের অনুপাতে প্রকাশ করা হয় , তখন তাকে ভগ্নাংশসূচক স্কেল বা R . F . স্কেল বলে
R . F . স্কেল = মানচিত্র দূরত্ব/ ভূমিদূরত্ব।
5. বিবৃতিমূলক স্কেল কাকে বলে ?
Ans. স্কেলটি যখন শব্দ বা কথায় প্রকাশিত হয়, তখন এটিকে একটি বিবৃতি স্কেল বলা হয়।
যেমন  1 সেমিতে 500 মিটার বা 1 ইঞ্চি মাইল ইত্যাদি।







Comments

Popular posts from this blog

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর