Madhymick question geography 2020 suggestion Questions

                 
GEOGRAPHY
      বিভাগ - ক 
1 . বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখঃ -      1×14 = 14 

1.1 নদীর “ যষ্ঠঘাতের সূত্র ” প্রবর্তন করেন:- 
ক ) হাউসফিল্ড খ ) হপকিন্স গ ) হার্টশােন 
ঘ ) হান্টার।
1.2 পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে অবস্থিত ফাককে বলা হয় – ক ) বার্গম্স খ ) ক্রেভাস 
গ ) র্যান্ডক্লাফ ঘ ) সিরাক .
1.3 মরুভূমির অত্যাধিক লবনাবৃতপ্লায়া - কে বলা হয় - - ক ) স্যালিনা খ ) অ্যালকালি ফ্ল্যাট গ ) শট ঘ ) বােলসন .
1.4 গ্রিনহাউস গ্যাস উৎপাদনে প্রথম স্থানাধিকারী দেশ হল – ক ) মার্কিন যুক্তরাষ্ট্র খ ) ইংল্যান্ড গ ) জার্মানী ঘ ) চীন .
 1.5 পৃথিবীর দ্রুতগামী সমুদ্রস্রোত হল – 
ক ) উপসাগরীয় স্রোত খ ) আন্টার্কটিক উপমেরু স্রোত। গ ) উঃ প্রশান্তমহাসগরীয় স্রোত ঘ ) উঃ আটলান্টিক স্রোত. 

1.6 পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম হলে , সৃষ্ট জোয়ারকে বলা হয় – ক ) ভরা জোয়ার খ ) মরা জোয়ার গ ) অপভূ জোয়ার ঘ ) অনুভূ জোয়ার ।
 1.7 বায়ােগ্যাসের প্রধান উপাদান হল – ক) কার্বন - ডাই - অক্সাইড খ ) মিথেন গ ) অ্যামােনিয়া ঘ ) ক্লোরিন । 
1 . 8 ভারত ও আফগানিস্থানের মধ্যবর্তী সীমারেখা হল ক ) ডুরান্ড লাইন খ ) ম্যাকমােহন লাইন গ ) র্যাডক্লিফ লাহন ঘ ) লাইন অফ কন্ট্রোল।
 1 . 9 ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল - ক ) এভারেষ্ট খ ) গডউইন অস্টিন গ ) কাঞ্চনজঙ্ঘা ঘ ) নামচাবারােয়া।
1 . 10 বাজরাকে দঃ ভারতে বলা হয় – ক ) চোলাম খ ) মারুয়া গ ) রােকা ঘ ) কুন্তু
 1 . 11 ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি পার্ক যে স্থানে অবস্থিত , তার নাম – ক ) বেঙ্গালুরু খ ) চেন্নাই গ ) হায়দরাবাদ ঘ ) কানপুর।
1 . 12 ভারতের ‘ মশলার শহর ” নামে পরিচিত — ক ) কোঝিকোড খ ) মাদুরাই গ ) তুতিকোরিন ঘ ) সুরাট ।
1 . 13 ভারতে ইন্টারনেট ব্যবস্থা চালু হয় – | ক ) 1968 সালে খ ) 1969 সালে গ ) 1970 সালে । ঘ ) 1971 সালে।
1 . 14 উপগ্রহ চিত্রে পতিত জমি দেখানাে হয় যে রং দ্বারা , তা হল – ক ) কালাে খ ) লাল গ ) সবুজ
 ঘ )হলুদ।

বিভাগ – খ 
 2 . নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 21 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু ’ এবং অশুদ্ধ হলে ‘ অ ' লেখঃ  1x5 = 6 

2 . 1 . 1 বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে বাজাদা গঠিত হয় । 
2 . 1 . 2 ভাগিরথী ও অলকানন্দা রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে । 
 2 . 1 . 3 তিব্বত মালভূমির উত্তরপ্রান্ত দিয়ে জেট বায়ু প্রবাহিত হলে ভারতে খরা সৃষ্টি হয় । 
2 . 1 . 4 গভীর নালার মাধ্যমে ভূপৃষ্ঠের ক্ষয়কে গালিক্ষয় বলে । 
2 . 1 . 5 সমস্ত লবনায়ু উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরােদগম ঘটেনা । 
2 . 1 . 6 সম্পদের তুলনায় জনসংখ্যা বেশী হলে জীবন যাত্রার মান উন্নততর হয় ।

 2 . 2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করঃ - 1×5 = 6 

2 . 2 . 1 পৃথিবীর মােট জলের _..... % নদনদীর মধ্যে অবস্থান করে । 
2 . 2 . 2 বায়ুর শক্তিমাত্র নির্ণয় করা হয়.... এর সাহায্যে 2 . 2 . 3 ভরাকোটাল ....._ দিন অন্তর ঘটে ।
2 . 2 . 4 চিনি শিল্পের বর্জ্য পদার্থকে বলে..... । 
2 . 2 . 5 সংযােজনাভিত্তিক শিল্প বলা হয় ...._ শিল্পকে ।
2 . 2 . 6 “ স্যাটেলাইট ” শব্দের অর্থ......।

2 . 3 এক কথায় উত্তর দাও :
 1x6= 6
 2.3.1 কোন্ প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপাদিত হয়?
 2 . 3 . 2 কোন্ পর্বত ভারতের উত্তরতম সীমা রচনা করেছে ? 
2 . 3 . 3 DvC কোন নদী পরিকল্পনা অনুসারে নির্মিত হয় ? 
2 . 3 . 4 কোন্ মাটিতে মৌচাকের মত গর্ত দেখা যায় ? 
2 . 3 . 5 ভারতে কত সালে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় ?
 2 . 3 . 6 কোন্ পরিবহন ব্যবস্থাকে ভারতের উন্নয়নের জীবনরেখা ” কাকে বলা হয় ? 

2 . 4 বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখঃ - 1x4 = 4 


                  বিভাগ – গ 
3.নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ - ( বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয় ) 2×6= 12
 3 . 1 ধারণ অববাহিকা কাকে বলে ? 
      অথবা 
   ভার্ব কি ? 
3.2. আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে ? অথবা প্রক্সিজিয়ান জোয়ার কি ? 
3.3. সংক্রামক বর্জ্য কাকে বলে ? অথবা ম্যানিওর পিট কি ? 
3.4. পাট অঞ্চল কাকে বলে ? অথবা মৌসুমী বিস্ফোরন কি ?
 3.5. বাগিচা কৃষি কাকে বলে ? অথবা তথ্যপ্রযুক্তি শিল্প বলতে কি বােঝ ? 
3.6. সােয়াথ কি ? অথবা মিলিয়ন শীট কাকে বলে ? 
         বিভাগ - ঘ 
4.সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাওঃ ( বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয় ) 3x4 = 12
 4.1. নদী উপত্যকা ও হিমবাহউপত্যাকর মধ্যে পার্থক্য কি ? অথবা ঋতু অনুযায়ী বায়ুচাপ বলয় গুলোর সীমানা পরিবর্তন হয় কেন?  
4 . 2. বর্জ্য ব্যবস্থাপনায় '4r' এর ভূমিকা সম্পর্কে যাহা জান লেখ । 
অথবা ভাগীরথী - হুগলী নদীর ওপর বর্জ্য পদার্থের ক্ষতিকর প্রভাবগুলি কি কি ? 
4.3. দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নলকুপ জলসেচ অধিক প্রচলিত কেন ? অথবা ভারতে প্রায়ই খরা ও বন্যা প্রাদুর্ভাব ঘটে কেন ?
 4 . 4 জিওস্টেশনারী ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য কি ? অথবা ভূ - বৈচিত্র্য সূচক মানচিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি ? 
  বিভাগ – ঙ 
5 . 5 . 1 যে কোন দুটি প্রশ্নের উত্তরদাও :-5×2=10
 5 . 1 . 1 মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোন তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও । 
 5 . 1 . 2 বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে বর্ণনা কর । 
5.1.3 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলােচনা কর ।
 5 . 1 . 4 সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি বর্ণনা কর ।

5.2. যে কোন দুটি প্রশ্নের উত্তর দাওঃ 5x 2 = 10
 5.2.1 ভারতের দাক্ষিণাত্য মালভূমির ভূ - প্রকৃতির বিবরণ দাও । 
5 . 2 . 2 ভারতে ইক্ষু উৎপাদনেরর অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও । 
5 . 2 . 3 পূর্বও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলােচনা কর ।  
5 . 2 . 4  ভারতে অসম জনসংখ্যা বন্টনের প্রধান কারণগুলি আলােচনা কর । 
     বিভাগ – চ 
6.প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত কর:- 1×10= 10
6 . 1 সাতপুরা পর্বত  6 . 2 কাবেরী নদী 6 . 3 চিল্কাহ্রদ । 6 . 4 ভারতের আর্দ্রতম স্থান 6 . 5 ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল 6 . 6 উঃ পূঃ ভারতের চা উৎপাদক অঞ্চল 6 . 7 ভারতের ম্যাঞ্চেস্টার । 6 . 6 ভারতের হাইটেক বন্দর 6 . 9 পূর্ব ভারতের একটি মহানগর 6 . 10 ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমান বন্দর 



Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর