Madhymick question geography 2020 suggestion Questions

                 
GEOGRAPHY
      বিভাগ - ক 
1 . বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখঃ -      1×14 = 14 

1.1 নদীর “ যষ্ঠঘাতের সূত্র ” প্রবর্তন করেন:- 
ক ) হাউসফিল্ড খ ) হপকিন্স গ ) হার্টশােন 
ঘ ) হান্টার।
1.2 পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে অবস্থিত ফাককে বলা হয় – ক ) বার্গম্স খ ) ক্রেভাস 
গ ) র্যান্ডক্লাফ ঘ ) সিরাক .
1.3 মরুভূমির অত্যাধিক লবনাবৃতপ্লায়া - কে বলা হয় - - ক ) স্যালিনা খ ) অ্যালকালি ফ্ল্যাট গ ) শট ঘ ) বােলসন .
1.4 গ্রিনহাউস গ্যাস উৎপাদনে প্রথম স্থানাধিকারী দেশ হল – ক ) মার্কিন যুক্তরাষ্ট্র খ ) ইংল্যান্ড গ ) জার্মানী ঘ ) চীন .
 1.5 পৃথিবীর দ্রুতগামী সমুদ্রস্রোত হল – 
ক ) উপসাগরীয় স্রোত খ ) আন্টার্কটিক উপমেরু স্রোত। গ ) উঃ প্রশান্তমহাসগরীয় স্রোত ঘ ) উঃ আটলান্টিক স্রোত. 

1.6 পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম হলে , সৃষ্ট জোয়ারকে বলা হয় – ক ) ভরা জোয়ার খ ) মরা জোয়ার গ ) অপভূ জোয়ার ঘ ) অনুভূ জোয়ার ।
 1.7 বায়ােগ্যাসের প্রধান উপাদান হল – ক) কার্বন - ডাই - অক্সাইড খ ) মিথেন গ ) অ্যামােনিয়া ঘ ) ক্লোরিন । 
1 . 8 ভারত ও আফগানিস্থানের মধ্যবর্তী সীমারেখা হল ক ) ডুরান্ড লাইন খ ) ম্যাকমােহন লাইন গ ) র্যাডক্লিফ লাহন ঘ ) লাইন অফ কন্ট্রোল।
 1 . 9 ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল - ক ) এভারেষ্ট খ ) গডউইন অস্টিন গ ) কাঞ্চনজঙ্ঘা ঘ ) নামচাবারােয়া।
1 . 10 বাজরাকে দঃ ভারতে বলা হয় – ক ) চোলাম খ ) মারুয়া গ ) রােকা ঘ ) কুন্তু
 1 . 11 ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি পার্ক যে স্থানে অবস্থিত , তার নাম – ক ) বেঙ্গালুরু খ ) চেন্নাই গ ) হায়দরাবাদ ঘ ) কানপুর।
1 . 12 ভারতের ‘ মশলার শহর ” নামে পরিচিত — ক ) কোঝিকোড খ ) মাদুরাই গ ) তুতিকোরিন ঘ ) সুরাট ।
1 . 13 ভারতে ইন্টারনেট ব্যবস্থা চালু হয় – | ক ) 1968 সালে খ ) 1969 সালে গ ) 1970 সালে । ঘ ) 1971 সালে।
1 . 14 উপগ্রহ চিত্রে পতিত জমি দেখানাে হয় যে রং দ্বারা , তা হল – ক ) কালাে খ ) লাল গ ) সবুজ
 ঘ )হলুদ।

বিভাগ – খ 
 2 . নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 21 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু ’ এবং অশুদ্ধ হলে ‘ অ ' লেখঃ  1x5 = 6 

2 . 1 . 1 বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে বাজাদা গঠিত হয় । 
2 . 1 . 2 ভাগিরথী ও অলকানন্দা রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে । 
 2 . 1 . 3 তিব্বত মালভূমির উত্তরপ্রান্ত দিয়ে জেট বায়ু প্রবাহিত হলে ভারতে খরা সৃষ্টি হয় । 
2 . 1 . 4 গভীর নালার মাধ্যমে ভূপৃষ্ঠের ক্ষয়কে গালিক্ষয় বলে । 
2 . 1 . 5 সমস্ত লবনায়ু উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরােদগম ঘটেনা । 
2 . 1 . 6 সম্পদের তুলনায় জনসংখ্যা বেশী হলে জীবন যাত্রার মান উন্নততর হয় ।

 2 . 2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করঃ - 1×5 = 6 

2 . 2 . 1 পৃথিবীর মােট জলের _..... % নদনদীর মধ্যে অবস্থান করে । 
2 . 2 . 2 বায়ুর শক্তিমাত্র নির্ণয় করা হয়.... এর সাহায্যে 2 . 2 . 3 ভরাকোটাল ....._ দিন অন্তর ঘটে ।
2 . 2 . 4 চিনি শিল্পের বর্জ্য পদার্থকে বলে..... । 
2 . 2 . 5 সংযােজনাভিত্তিক শিল্প বলা হয় ...._ শিল্পকে ।
2 . 2 . 6 “ স্যাটেলাইট ” শব্দের অর্থ......।

2 . 3 এক কথায় উত্তর দাও :
 1x6= 6
 2.3.1 কোন্ প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপাদিত হয়?
 2 . 3 . 2 কোন্ পর্বত ভারতের উত্তরতম সীমা রচনা করেছে ? 
2 . 3 . 3 DvC কোন নদী পরিকল্পনা অনুসারে নির্মিত হয় ? 
2 . 3 . 4 কোন্ মাটিতে মৌচাকের মত গর্ত দেখা যায় ? 
2 . 3 . 5 ভারতে কত সালে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় ?
 2 . 3 . 6 কোন্ পরিবহন ব্যবস্থাকে ভারতের উন্নয়নের জীবনরেখা ” কাকে বলা হয় ? 

2 . 4 বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখঃ - 1x4 = 4 


                  বিভাগ – গ 
3.নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ - ( বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয় ) 2×6= 12
 3 . 1 ধারণ অববাহিকা কাকে বলে ? 
      অথবা 
   ভার্ব কি ? 
3.2. আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে ? অথবা প্রক্সিজিয়ান জোয়ার কি ? 
3.3. সংক্রামক বর্জ্য কাকে বলে ? অথবা ম্যানিওর পিট কি ? 
3.4. পাট অঞ্চল কাকে বলে ? অথবা মৌসুমী বিস্ফোরন কি ?
 3.5. বাগিচা কৃষি কাকে বলে ? অথবা তথ্যপ্রযুক্তি শিল্প বলতে কি বােঝ ? 
3.6. সােয়াথ কি ? অথবা মিলিয়ন শীট কাকে বলে ? 
         বিভাগ - ঘ 
4.সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাওঃ ( বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয় ) 3x4 = 12
 4.1. নদী উপত্যকা ও হিমবাহউপত্যাকর মধ্যে পার্থক্য কি ? অথবা ঋতু অনুযায়ী বায়ুচাপ বলয় গুলোর সীমানা পরিবর্তন হয় কেন?  
4 . 2. বর্জ্য ব্যবস্থাপনায় '4r' এর ভূমিকা সম্পর্কে যাহা জান লেখ । 
অথবা ভাগীরথী - হুগলী নদীর ওপর বর্জ্য পদার্থের ক্ষতিকর প্রভাবগুলি কি কি ? 
4.3. দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নলকুপ জলসেচ অধিক প্রচলিত কেন ? অথবা ভারতে প্রায়ই খরা ও বন্যা প্রাদুর্ভাব ঘটে কেন ?
 4 . 4 জিওস্টেশনারী ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য কি ? অথবা ভূ - বৈচিত্র্য সূচক মানচিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি ? 
  বিভাগ – ঙ 
5 . 5 . 1 যে কোন দুটি প্রশ্নের উত্তরদাও :-5×2=10
 5 . 1 . 1 মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোন তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও । 
 5 . 1 . 2 বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে বর্ণনা কর । 
5.1.3 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলােচনা কর ।
 5 . 1 . 4 সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি বর্ণনা কর ।

5.2. যে কোন দুটি প্রশ্নের উত্তর দাওঃ 5x 2 = 10
 5.2.1 ভারতের দাক্ষিণাত্য মালভূমির ভূ - প্রকৃতির বিবরণ দাও । 
5 . 2 . 2 ভারতে ইক্ষু উৎপাদনেরর অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও । 
5 . 2 . 3 পূর্বও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলােচনা কর ।  
5 . 2 . 4  ভারতে অসম জনসংখ্যা বন্টনের প্রধান কারণগুলি আলােচনা কর । 
     বিভাগ – চ 
6.প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত কর:- 1×10= 10
6 . 1 সাতপুরা পর্বত  6 . 2 কাবেরী নদী 6 . 3 চিল্কাহ্রদ । 6 . 4 ভারতের আর্দ্রতম স্থান 6 . 5 ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল 6 . 6 উঃ পূঃ ভারতের চা উৎপাদক অঞ্চল 6 . 7 ভারতের ম্যাঞ্চেস্টার । 6 . 6 ভারতের হাইটেক বন্দর 6 . 9 পূর্ব ভারতের একটি মহানগর 6 . 10 ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমান বন্দর 



Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

🏜 পৃথিবীর বৃহত্তম উষ্ণ ও শীতল মরুভূমি সমূহ🏜 মরুভূমি moruvumi Desert Sahara Gobi Kalahari thor desert