অযোধ্যা মামলার নিষ্পত্তি ঘটল সুপ্রিম কোর্টের রায়দানে
* অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়*
1. কোনো ফাঁকা জায়গায় তৈরি হয়নি বাবরি মসজিদ।
2. আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার খনন কার্যের ফলে যে সকল জিনিসপত্র গুলো পাওয়া গেছে তাতে স্পষ্ট ওই সকল জিনিস গুলো ইসলামিক নয়।
3. তবে নিশ্চিত ভাবে বলা যাচ্চে না যে ওখানে মন্দির ছিল।
4. হিন্দুরা বিশ্বাস করেন এখানে রামের জন্মভূমি ছিল।
5. এর বিরোধিতা কেও করেনি।
6. আইনী ভিত্তিতেই জমির মালিকানা স্থির করা উচিত।
7. শর্তসাপেক্ষ বিতর্কিত 2.77 একর জমি পাবে রামলালা।
8. মসজিদের জন্য অযোধ্যাতে 5 একর জমি দেওয়া হবে।
9. তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট কমিটি গঠন করতে হবে
1528 সালে অযোধ্যায় বাবরি মসজিদ তৈরি করেছিলেন মুঘল সম্রাট বাবরের সেনাপতি মির বাকি।
Comments
Post a Comment