BULBUL CYCLONE বিধ্বংসী ঘূর্ণিঝড় বুলবুল


* সতর্কতা বার্তা :- বিধ্বংসী ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব থেকে নিরাপদে থাকার জন্য নিম্ন লিখিত সতর্কতা অবলম্বন করুন :-
1. শান্ত থাকুন,কোনোরকম গুজবে কান দেবেন না।
2. মোবাইল ও emergency light এ চার্জ দিয়ে রাখুন।
3. জরুরিকালীন প্রাথমিক চিকিৎসা সামগ্রী কাছে রাখুন।
4. ধারালো কোনো জিনিস কাছাকাছি রাখবেন না।
5. গৃহপালিত পশুপাখি দের ঘরের মধ্যেই রাখুন।
6. ঘূর্ণিঝড়ের পর ক্ষতিগ্রস্ত বাড়িতে প্রবেশ করবেন না।
7. ছিঁড়ে পরে থাকা বিদ্যুতের তারের কাছে যাবেন না।
8. বুলবুলের প্রভাবিত এলাকার মানুষজন ফোটানো কিংবা ক্লোরিন মিশ্রিত জল পান করুন।

বুলবুল এখনো স্থলভাগে এসে পৌঁছায়নি কিন্তূ শুক্রুবার থেকেই তার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা কলকাতা,ঝাড়গ্রাম,পূর্বমেদণিপুর,পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তরদিনাজপুর,দক্ষিণ দিনাজপুর, হুগলি ও পূর্ব বর্ধমানে ঝিরঝিরে বৃষ্টি সহ ঝড়ো হাওয়া বইছে। আজ দুই মেদিনীপুর ও কলকাতায় ভারী বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।রবিবার বৃষ্টির পরিমান অনেক বাড়বে তারসাথে 100 km বেগে ঝড় বইতে পরে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক ক্ষয়ক্ষতি করবে ঘূর্ণিঝড় বুলবুল। বুলবুল তার শক্তি বাড়িয়ে ছুটে আসছে । আজ রাতে বুলবুল আছড়ে পড়বে সাগরদীপে।


Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর