আজ সন্ধে রাতের পর সুন্দরবনের ওপর আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বুলবুল (Bulbul cyclone)


আর কিছু ঘন্টার মধ্যেই সুন্দরবনের ওপর আছড়ে পড়বে ঘুর্ণিঝর বুলবুল। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রাত্রি 8 টা থেকে 11 টার মধ্যে সুন্দরবনের ওপর প্রবেশ করবে ঘূর্ণিঝড় বুলবুল। সেই সময় ঘূর্ণিঝড় বুলবুলের গতিবেগ থাকবে প্রায় ঘন্টায় 110 থেকে 120 কিমি প্রতি ঘন্টা। সুমদ্র উপকূল জুড়ে রয়েছে চরম সতর্কতা। মৎস্যজীবীদের মৎস আহরনে যেতে দেওয়া হয় নি। উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়ি গুলি খালি করা হয়েছে এবং সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কাল সারা দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে।
শুধু পশ্চিমবঙ্গ নয় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বাংলাদেশরও প্রচুর পরিমানে ক্ষয়ক্ষতি হবে। বাংলাদেশর 7 টি জেলায় চরম সতর্কতা জারি করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে নানা রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্চে। বাংলাদেশরও দক্ষিণের জেলা গুলোতে ঝিরঝিরে বৃষ্টির সাথে জোরে বাতাস বইছে। আজ রাত থেকেই এই জেলা গুলোতে ভারী থেকে অতিভারি বৃস্টি শুরু হয়ে যাবে ।
বুলবুল অত্যান্ত শক্তিশালী হয়ে সুমদ্র উপকূল থাকে মাত্র 113 কিলোমিটার দূরে অবস্থান করেছে। খুব শীঘ্রই বুলবুল স্থলভাগে প্রবেশ করবে এবং তার ধ্বংসলীলা শুরু করবে জনজীবনের ওপর।

Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

🏜 পৃথিবীর বৃহত্তম উষ্ণ ও শীতল মরুভূমি সমূহ🏜 মরুভূমি moruvumi Desert Sahara Gobi Kalahari thor desert