HS GEOGRAPHY QUESTION 2019-20


 GEOGRAPHY QUESTION 2019-20                                        SUGGESTION
              Time : 3 Hr . 15 Mins .
               Subject : Geography
                   Full Marks : 70
                          PART - A

1 . নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও  ঃ ( বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয় ) । 7X5 = 35.

 a) W . M . Davis বর্ণিত নদীর ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায় গুলি সংক্ষেপে আলােচনা কর । অ্যাকুইফার কাকে বলে ? 5 + 2 = 7
[ অথবা ] সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি যে কোন চারটি ভূমিরূপ চিত্র সহ আলােচনা কর । প্রবাল প্রাচীর গঠনের অনুকূল পরিবেশ গুলি লেখ । নদী গ্রাস কাকে বলে ? 3 + 3 + 1 = 7
b ) ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতােষ্ণ ঘূণবার্তের মধ্যে পার্থক্য লেখ । মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব আলােচনা কর । ক্রান্তীয় অঞ্চলে জীব বৈচিত্র্য অধিক হওয়ার কারণ গুলি লেখাে । 3 + 2
 [ অথবা ] । জীব বৈচিত্র্য বিনাশের মনুষ্য সৃষ্ট কারণ গুলি লেখ । বিশ্ব উষ্ণায়নের প্রভাব গুলি লেখ । MONEX কি ? 3 + 3 + 1 = 7
c ) ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব লেখ । মিশ্র কৃষির সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলােচনা কর । জীবন বৃক্ষ ' কাকে বলে ? 3 + 3 + 1 = 7
d ) ভারতে পোশাক শিল্প গড়ে ওঠার কারণ গুলি আলোচনা কর । ভারতে পাট শিল্পের সমস্যা গুলি বিশ্লেষণ কর । ভারতের একটি যুদ্ধযান নির্মান কেন্দ্রের নাম লেখ । 3 + 3 + 1 = 7 ।
e ) জন সংখ্যা বিবর্তন মডেলের বিভিন্ন পর্যায় গুলির বৈশিষ্ট্য সমূহ আলােচনা কর । কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতির শ্রেণী বিভাগ কর । 4 + 3 = 7
( অথবা ) বেঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্পের উন্নতির কারণ গুলি আলােচনা কর । ছত্তিশগড়ে প্রাপ্ত খনিজ সম্পদ গুলির নাম লেখ । ভারতে অতি মাত্রায় জনসংখ্যা বৃদ্ধির সমস্যা গুলি লেখ । 3 + 2 + 2 = 7

( 2 ) PART - B ( Marks - 35 ) 1X21 = 21 .

1. বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ ?
 i ) “ The Present is the key to the Past ” উক্তিটি কার a ) জেমস হাটন ( b ) ওয়ালটার ( c ) ডেভিস ( d ) প্রাট ।
ii ) পৃথিবীর গভীরতম গুহা হল a ) হােলােক গুহা ( b ) গুফ্রে গুহা ( c ) চেরাপুঞ্জি গুহা ( d ) আরাকুগুহা ।
iii ) অ্যাড্রিয়াটিক উপকূল হল a ) রিয়া উপকূল ( b ) ফিয়র্ড উপকূল ( c ) ডাল মেশিয়ান উপকূল ( d ) সামুদ্রিক বাঁধ ।
iv ) নিক বিন্দুতে সৃষ্টি হতে পারে a ) জলপ্রপাত ( b ) মিয়েভরি ( c ) পলল ভূমি ( d ) নদীমঞ্চ ।
v ) নদী গ্রাসের মাধ্যমে যে প্রকার জল নির্গম প্রনালী গড়ে ওঠে a ) সমান্তরাল ( b ) অঙ্গুরীয়কার ( c ) আকশিল্পী ( d ) আয়তাকার ।
vi ) প্রশমিত মাটির PH - এর মান হল a ) 6 . 0
 ( b ) 6 . 5 ( c ) 7 . 0 ( d ) 7 . 5 ।
vii ) মৃত্তিকা ক্যাটেনার ধারনা দেন a ) ডেভিস ( b ) মিলনে ( c ) কিং ( d ) হ্যাক ।
viii ) জেট বায়ুর নাম করণ করেন a ) টর বাজেরন
( b ) সি . জি . রসবি ( c ) গিলবার্ট ওয়াকার ( d ) সিলকোফ ।
ix ) আন্টার্কটিকায় ওজনস্তর ক্ষয় প্রথম আবিস্কার করেন a ) ডবসন ( b ) ফারমেন ( c ) স্কোনবি ( d ) ফোরেল ।
x ) আলােক বিদ্বেষী উদ্ভিদ হল a ) পান ( b ) আম
( c ) কাঁঠাল ( d ) কেয়াসঙ্গে।
xi ) করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত । a ) অসম ( b ) মধ্য প্রদেশ ( c ) গুজরাত ( d ) উত্তরাখন্ড । xii ) সুনামি সতর্কতা পদ্ধতি যে নামে পরিচিত a ) EWS ( b ) DART ( c ) CBM ( d ) GBM ।
xiii ) ভার্গিস কুরিয়ান নামটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত (a ) সবুজ বিপ্লব ( b ) নীল বিপ্লব ( c ) শ্বেত বিপ্লব
 ( d ) গােলাপী বিপ্লব ।
xiv ) স্থানান্তর কৃষি ওড়িশায় কী নামে পরিচিত । a ) পােনাম ( b ) পােডু ( c ) ঝুম ( d ) রােকা ।
xv ) BMW যে দেশের গাড়ি উৎপাদক কোম্পানী a ) ফ্রান্স ( b ) জাপান ( c ) মার্কিন যুক্তরাষ্ট্র ( d ) জার্মান । xvi ) শিকড় আলগা শিল্প a ) লৌহ - ইস্পাত ( b ) ইঞ্জিনিয়ারিং শিল্পকে ( c ) চিনি শিল্পকে ( d ) কাপাস বয়ন শিল্পকে ।
Xvii ) ভারতের বৃহত্তম সংবাদ এজেন্সির নাম কী a ) GOP ( b ) OPEC ( c ) GATT ( d ) PTI .
xviii ) Think Tank ’ বলা হয় যে স্তরের শ্রমিকের তারা হল a ) দ্বিতীয় স্তরের ( b ) তৃতীয় স্তরের ( c ) পঞ্চম স্তরের ( d ) চতুর্থ স্তরের ।
xix ) ভারতে প্রথম আদমশুমারি হয় a ) 1873 খ্রঃ ( b ) 1872 খ্রীঃ ( c ) 1973 খ্রীঃ ( d ) 1972 খ্রঃ ।
Xx ) গ্রিক শব্দ একুমেন কথার অর্থ হল a ) বসবাসযােগ্য অঞ্চল ( b ) বসবাসযােগ্যহীন অঞ্চল
 ( c ) জনগণ ( d ) জনবসতি ।
xxi ) ISRO - এর প্রধান দপ্তর হল a ) মুম্বাই ( b ) চেন্নাই ( c ) বেঙ্গালুরু ( d ) হায়দ্রাবাদ ।

 2 . নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ( বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয় ) 1×14=14.

 i ) গিজার কী ?
 অথবা ‘ অন্ধ উপত্যকা ' কাকে বলে ?
 ii ) ক্ল্যাপােটিস ” কাকে বলে ?
iii ) ' প্রাইমারাফ ’ কী ?
অথবা  ‘ বাজাদা ’ কী ?
iv ) অধ্যারােপিত নদী কাকে বলে ?
v ) ক্র্যাটোভিনা কী ?
অথবা ‘ হিউমিফিকেশন কাকে বলে ?
 vi ) অকুসান কাকে বলে ?
 vii ) Canopy ’ কী ?
অথবা প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয় ?
 viii ) গামা বৈচিত্র্য কাকে বলে ?
 ix ) বিশ্বের বৃহত্তম শিল্প বিপর্যয় কোনটি ?
x ) “ Green Collar Worker ’ কাদের বলা হয় ? [ অথবা  আউট সােসিং কি ?
xi ) ভ্যালোরাইজেশন কাকে বলে ?
[ অথবা ] আইসােডােপেন কী ?
xii ) ভারতের প্রথম উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহটির নাম কি ?
xiii ) Urban ’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন ? [ অথবা ] “ Rurban ” কাকে বলে ?
xiv ) কোন কমিশনে স্থিতিশীল উন্নয়নের কথা বলা হয়েছে ? 

Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর