HS GEOGRAPHY QUESTION 2019-20


 GEOGRAPHY QUESTION 2019-20                                        SUGGESTION
              Time : 3 Hr . 15 Mins .
               Subject : Geography
                   Full Marks : 70
                          PART - A

1 . নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও  ঃ ( বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয় ) । 7X5 = 35.

 a) W . M . Davis বর্ণিত নদীর ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায় গুলি সংক্ষেপে আলােচনা কর । অ্যাকুইফার কাকে বলে ? 5 + 2 = 7
[ অথবা ] সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি যে কোন চারটি ভূমিরূপ চিত্র সহ আলােচনা কর । প্রবাল প্রাচীর গঠনের অনুকূল পরিবেশ গুলি লেখ । নদী গ্রাস কাকে বলে ? 3 + 3 + 1 = 7
b ) ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতােষ্ণ ঘূণবার্তের মধ্যে পার্থক্য লেখ । মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব আলােচনা কর । ক্রান্তীয় অঞ্চলে জীব বৈচিত্র্য অধিক হওয়ার কারণ গুলি লেখাে । 3 + 2
 [ অথবা ] । জীব বৈচিত্র্য বিনাশের মনুষ্য সৃষ্ট কারণ গুলি লেখ । বিশ্ব উষ্ণায়নের প্রভাব গুলি লেখ । MONEX কি ? 3 + 3 + 1 = 7
c ) ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব লেখ । মিশ্র কৃষির সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলােচনা কর । জীবন বৃক্ষ ' কাকে বলে ? 3 + 3 + 1 = 7
d ) ভারতে পোশাক শিল্প গড়ে ওঠার কারণ গুলি আলোচনা কর । ভারতে পাট শিল্পের সমস্যা গুলি বিশ্লেষণ কর । ভারতের একটি যুদ্ধযান নির্মান কেন্দ্রের নাম লেখ । 3 + 3 + 1 = 7 ।
e ) জন সংখ্যা বিবর্তন মডেলের বিভিন্ন পর্যায় গুলির বৈশিষ্ট্য সমূহ আলােচনা কর । কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতির শ্রেণী বিভাগ কর । 4 + 3 = 7
( অথবা ) বেঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্পের উন্নতির কারণ গুলি আলােচনা কর । ছত্তিশগড়ে প্রাপ্ত খনিজ সম্পদ গুলির নাম লেখ । ভারতে অতি মাত্রায় জনসংখ্যা বৃদ্ধির সমস্যা গুলি লেখ । 3 + 2 + 2 = 7

( 2 ) PART - B ( Marks - 35 ) 1X21 = 21 .

1. বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ ?
 i ) “ The Present is the key to the Past ” উক্তিটি কার a ) জেমস হাটন ( b ) ওয়ালটার ( c ) ডেভিস ( d ) প্রাট ।
ii ) পৃথিবীর গভীরতম গুহা হল a ) হােলােক গুহা ( b ) গুফ্রে গুহা ( c ) চেরাপুঞ্জি গুহা ( d ) আরাকুগুহা ।
iii ) অ্যাড্রিয়াটিক উপকূল হল a ) রিয়া উপকূল ( b ) ফিয়র্ড উপকূল ( c ) ডাল মেশিয়ান উপকূল ( d ) সামুদ্রিক বাঁধ ।
iv ) নিক বিন্দুতে সৃষ্টি হতে পারে a ) জলপ্রপাত ( b ) মিয়েভরি ( c ) পলল ভূমি ( d ) নদীমঞ্চ ।
v ) নদী গ্রাসের মাধ্যমে যে প্রকার জল নির্গম প্রনালী গড়ে ওঠে a ) সমান্তরাল ( b ) অঙ্গুরীয়কার ( c ) আকশিল্পী ( d ) আয়তাকার ।
vi ) প্রশমিত মাটির PH - এর মান হল a ) 6 . 0
 ( b ) 6 . 5 ( c ) 7 . 0 ( d ) 7 . 5 ।
vii ) মৃত্তিকা ক্যাটেনার ধারনা দেন a ) ডেভিস ( b ) মিলনে ( c ) কিং ( d ) হ্যাক ।
viii ) জেট বায়ুর নাম করণ করেন a ) টর বাজেরন
( b ) সি . জি . রসবি ( c ) গিলবার্ট ওয়াকার ( d ) সিলকোফ ।
ix ) আন্টার্কটিকায় ওজনস্তর ক্ষয় প্রথম আবিস্কার করেন a ) ডবসন ( b ) ফারমেন ( c ) স্কোনবি ( d ) ফোরেল ।
x ) আলােক বিদ্বেষী উদ্ভিদ হল a ) পান ( b ) আম
( c ) কাঁঠাল ( d ) কেয়াসঙ্গে।
xi ) করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত । a ) অসম ( b ) মধ্য প্রদেশ ( c ) গুজরাত ( d ) উত্তরাখন্ড । xii ) সুনামি সতর্কতা পদ্ধতি যে নামে পরিচিত a ) EWS ( b ) DART ( c ) CBM ( d ) GBM ।
xiii ) ভার্গিস কুরিয়ান নামটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত (a ) সবুজ বিপ্লব ( b ) নীল বিপ্লব ( c ) শ্বেত বিপ্লব
 ( d ) গােলাপী বিপ্লব ।
xiv ) স্থানান্তর কৃষি ওড়িশায় কী নামে পরিচিত । a ) পােনাম ( b ) পােডু ( c ) ঝুম ( d ) রােকা ।
xv ) BMW যে দেশের গাড়ি উৎপাদক কোম্পানী a ) ফ্রান্স ( b ) জাপান ( c ) মার্কিন যুক্তরাষ্ট্র ( d ) জার্মান । xvi ) শিকড় আলগা শিল্প a ) লৌহ - ইস্পাত ( b ) ইঞ্জিনিয়ারিং শিল্পকে ( c ) চিনি শিল্পকে ( d ) কাপাস বয়ন শিল্পকে ।
Xvii ) ভারতের বৃহত্তম সংবাদ এজেন্সির নাম কী a ) GOP ( b ) OPEC ( c ) GATT ( d ) PTI .
xviii ) Think Tank ’ বলা হয় যে স্তরের শ্রমিকের তারা হল a ) দ্বিতীয় স্তরের ( b ) তৃতীয় স্তরের ( c ) পঞ্চম স্তরের ( d ) চতুর্থ স্তরের ।
xix ) ভারতে প্রথম আদমশুমারি হয় a ) 1873 খ্রঃ ( b ) 1872 খ্রীঃ ( c ) 1973 খ্রীঃ ( d ) 1972 খ্রঃ ।
Xx ) গ্রিক শব্দ একুমেন কথার অর্থ হল a ) বসবাসযােগ্য অঞ্চল ( b ) বসবাসযােগ্যহীন অঞ্চল
 ( c ) জনগণ ( d ) জনবসতি ।
xxi ) ISRO - এর প্রধান দপ্তর হল a ) মুম্বাই ( b ) চেন্নাই ( c ) বেঙ্গালুরু ( d ) হায়দ্রাবাদ ।

 2 . নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ( বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয় ) 1×14=14.

 i ) গিজার কী ?
 অথবা ‘ অন্ধ উপত্যকা ' কাকে বলে ?
 ii ) ক্ল্যাপােটিস ” কাকে বলে ?
iii ) ' প্রাইমারাফ ’ কী ?
অথবা  ‘ বাজাদা ’ কী ?
iv ) অধ্যারােপিত নদী কাকে বলে ?
v ) ক্র্যাটোভিনা কী ?
অথবা ‘ হিউমিফিকেশন কাকে বলে ?
 vi ) অকুসান কাকে বলে ?
 vii ) Canopy ’ কী ?
অথবা প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয় ?
 viii ) গামা বৈচিত্র্য কাকে বলে ?
 ix ) বিশ্বের বৃহত্তম শিল্প বিপর্যয় কোনটি ?
x ) “ Green Collar Worker ’ কাদের বলা হয় ? [ অথবা  আউট সােসিং কি ?
xi ) ভ্যালোরাইজেশন কাকে বলে ?
[ অথবা ] আইসােডােপেন কী ?
xii ) ভারতের প্রথম উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহটির নাম কি ?
xiii ) Urban ’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন ? [ অথবা ] “ Rurban ” কাকে বলে ?
xiv ) কোন কমিশনে স্থিতিশীল উন্নয়নের কথা বলা হয়েছে ? 

Comments

Popular posts from this blog

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর