Q)আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো:-(NO-2, MP-2018) আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন মাধ্যমগুলি আলোচনা কর:- (2+3) Written by FIROZ MALLICK Answer) • আধুনিক যোগাযোগ ব্যবস্থা: বর্তমানে ব্যস্ত জীবনের সঙ্গে পাল্লা দিতে এবং উন্নত পরিসেবা পাওয়ার লক্ষ্যে। ইন্টারনেট, ইমেইল, কম্পিউটার, মোবাইল, হোয়াটসঅ্যাপ বিভিন্ন আধুনিক যোগাযোগ মাধ্যম গুলি ব্যবহার করে তথ্য, খবর বা ভাবের আদান-প্রদান ও সংযোগ স্থাপনকে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলে। ••আধুনিক যোগাযোগ ব্যবস্থার প্রধান প্রধান মাধ্যম সমূহ: 1.Internet 2. Electronic Mail (Email) 3. Telephone 4. Mobile 5. Newspaper 1) ইন্টারনেট (Internet):- ইন্টারনেট কথার অর্থ হল অর্ন্তজাল অর্থাৎ পরস্পরের সাথে সংযুক্ত কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল নেটওয়ার্কের সমন্বয়কে বলা হয় ইন্টারনেট। বর্তমানে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। 2 ) ইমেইল (Electronic mail):- ইমেইল এর পুরো কথা হল 'Electronic Mail' বা বৈদ্যুতিন মেইল। সাধারণ ডাক ব্যবস্থার মতোই এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠানো বৈদ্যুতিন চিঠিকে ই-মেইল বলে। 3) টেলিফোন (Telephone):-...