সড়ক পরিবহনের গুরুত্ব বা সুবিধা গুলি আলোচনা করো বা সড়ক পথের গুরুত্ব আলোচনা কর madhymik vugol suggestions madhymik geography Suggestions ucchomadhymik vugol suggestions HS geography Suggestions ucchomadhymik suggestions madhymik suggestions
Q) সড়ক পরিবহনের গুরুত্ব বা সুবিধা গুলি লেখ বা সড়ক পথের গুরুত্ব গুলি আলোচনা করো: (NO -3,MP2020)
Written By FIROZ MALLICK
Answer) সড়ক পথের দৈর্ঘ্যের বিচারে ভারত পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করেছে ভারতবর্ষে সড়কের মাধ্যমে প্রায় 40% পণ্য পরিবহন করা হয়। আমাদের জীবনে সড়ক পথের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব ব্যাপক লক্ষ্য করা যায়, নিম্নে সেগুলি আলোচনা করা হলো:-
1) অল্প দূরত্ব পরিবহন- অল্প দূরত্বে পরিবহন করার জন্য সড়কপথ সবচেয়ে জনপ্রিয়। যেকোনো পণ্য দ্রব্য এবং যাত্রী সড়কপথে বেশি পরিবাহিত হয়। যেমন-কৃষিজাত দ্রব্য সড়কপথের মাধ্যমে সরাসরি বাজারে পাঠানো হয়।
2) দুর্গম অঞ্চলে পরিবহন- যেসব অঞ্চলে রেলপথ,জলপথ বা বিমান চলাচল হয় না সেখানে সড়কপথ একমাত্র পরিবহনের মাধ্যম হয়ে দাঁড়ায়। যেমন- বেশিরভাগ গ্রাম অঞ্চলে সড়কপথ পরিবহনের একমাত্র মাধ্যম হয়ে থাকে।
3) একাধিক যানবাহন- সড়কপথে একাধিক যানবাহন পাওয়া যাওয়ার ফলে খুব বেশি সময় অপেক্ষা করতে হয় না, সাথে সাথে যে কোনো যানবাহন পাওয়া যায়। যেমন- ভ্যান,অটোরিকশা,লরি,মোটর ভ্যান, প্রভৃতি সহজলভ্য।
4) নিজের ইচ্ছামতো পরিবহন- সড়ক পথে নিজের ইচ্ছামত স্বাধীনভাবে যেকোন স্থানে পরিবহন করার সুবিধা থাকে। যেমন- দিন-রাত্রি, দুপুর, সকাল, যেকোনো সময় পণ্য ও যাত্রী পরিবহন করা যায়।
5) কর্মসংস্থান সৃষ্টি- সড়ক পরিবহন এর উপর নির্ভর করে প্রতিদিন নতুন নতুন সম্পদ আহরণ হয় এবং প্রচুর মানুষ কাজের সুযোগ পান।
6) অর্থনৈতিক উন্নয়ন- যেকোনো দেশে সড়ক পথ উন্নয়নের সাথে সাথে ব্যবসা-বাণিজ্য, শিল্পের প্রসার, খনিজ দ্রব্য পরিবহন, কৃষিজাত পণ্য পরিবহনের ফলে দেশের আর্থিক উন্নতি হতে শুরু করে।
Comments
Post a Comment