আকাশপথ পরিবহনের সুবিধা এবং অসুবিধা গুলি আলোচনা করো madhymik vugol suggestions madhymik geography Suggestions ucchomadhymik vugol suggestions HS geography Suggestions ucchomadhymik suggestions madhymik suggestions
Q) আকাশ পথে পরিবহনের সুবিধা এবং অসুবিধা গুলি আলোচনা করো :
Written By FIROZ MALLICK
Answer)
•আকাশপথ পরিবহনে সুবিধা সমূহ :
(i) দ্রুত পরিবহন- আকাশপথ পরিবহনের সবচেয়ে দ্রুত মাধ্যম কম সময়ে গন্তব্যে পৌঁছানো যায় ফলে সময় সাশ্রয় হয়।
(ii) দুর্গম অঞ্চলে পরিবহন- দুর্গম পাহাড়ি বা মরুভূমি অঞ্চল যেখানে সড়ক ও রেলপথ নেই সেখানে আকাশপথে পৌঁছানো যায়।
(iii) স্বাচ্ছন্দময় যাতায়াত- আকাশপথে পরিবহন যথেষ্ট স্বাচ্ছন্দ্যময় এবং আরামদায়ক।
(iv) দ্রুত বিপর্যয় মোকাবেলা- কোন স্থানে বিপর্যয় ঘটলে আকাশপথে দ্রুত মোকাবেলা সম্ভব ।
••আকাশপথের অসুবিধা সমূহ :
(i) ব্যয়বহুল পরিকাঠামো- আকাশপথ নির্মাণের জন্য এয়ারপোর্ট, বিল্ডিং অথরিটি নিরাপত্তা, বিমান কেনা, প্রভৃতি ক্ষেত্রে প্রচুর টাকা প্রয়োজন হয়।
(ii) টিকিটের দাম বেশি- আকাশপথে পরিবহনের খরচ বেশি বিমানের টিকিটের মূল্য বেশি হয়।
(iii) সীমিত পণ্য পরিবহন- আকাশ পথে পণ্য পরিবহন সীমিত মাত্রায় করা যায়।
(iv)প্রতিকূলতা- দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিমান চলাচলে বাঁধা ঘটায়।
(v) ঝুঁকি বেশি- আকাশ পরিবহনে ঝুঁকি অনেক বেশি।
Comments
Post a Comment