Mid Ocean Ridge (MOR) কি? মধ্য সামুদ্রিক শৈলশিরা কাকে বলে HS geography Suggestions ucchomadhymik vugol suggestions
Q) Mid Ocean Ridge (MOR) কি?
অথবা
মধ্য সামুদ্রিক শৈলশিরা বলতে কি বোঝ:
Written by Firoz Mallick
Ans)মহাসমুদ্রের মাঝখানে জলের নিচে উচু পাহাড়ের মত বহুদূর পর্যন্ত বিস্তৃত উচ্চভূমি কে সামুদ্রিক শৈলশিরা বলে।
• মধ্য সামুদ্রিক শৈলশিরার (Mid Ocean Ridge) উৎপত্তি:
দুটি মহা সামুদ্রিক পাত প্রতিসারী পাত সীমান্ত বরাবর বিপরীত দিকে চলতে থাকলে মাঝখানে সৃষ্ট ফাটল বরাবর গুরুমন্ডল এর ম্যাগমা বেরিয়ে এসে জলের নিচে জমা হয় উঁচু পাহাড়ের মত সামুদ্রিক শৈলশিরা বা Mid Ocean Ridge গঠিত হয়।
• উদাহরণ:পৃথিবীর বৃহত্তম ও লম্বা সামুদ্রিক শৈলশিরা হলো মধ্য আটলান্টিক শৈলশিরা।এটি দেখতে ইংরেজি অক্ষর S আকৃতির।
Comments
Post a Comment