Mid Ocean Ridge (MOR) কি? মধ্য সামুদ্রিক শৈলশিরা কাকে বলে HS geography Suggestions ucchomadhymik vugol suggestions

 

Q) Mid Ocean Ridge (MOR) কি? 

                অথবা

মধ্য সামুদ্রিক শৈলশিরা বলতে কি বোঝ:

Written by Firoz Mallick 


Ans)মহাসমুদ্রের মাঝখানে জলের নিচে উচু পাহাড়ের মত বহুদূর পর্যন্ত বিস্তৃত উচ্চভূমি কে সামুদ্রিক শৈলশিরা বলে।

• মধ্য সামুদ্রিক শৈলশিরার (Mid Ocean Ridge) উৎপত্তি:

 দুটি মহা সামুদ্রিক পাত প্রতিসারী পাত সীমান্ত বরাবর বিপরীত দিকে চলতে থাকলে মাঝখানে সৃষ্ট ফাটল বরাবর গুরুমন্ডল এর ম্যাগমা বেরিয়ে এসে জলের নিচে জমা হয় উঁচু পাহাড়ের মত সামুদ্রিক শৈলশিরা বা Mid Ocean Ridge গঠিত হয়।




• উদাহরণ:পৃথিবীর বৃহত্তম ও লম্বা সামুদ্রিক শৈলশিরা হলো মধ্য আটলান্টিক শৈলশিরা।এটি দেখতে ইংরেজি অক্ষর S আকৃতির।









Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর