গম চাষের অনুকূল ও ভৌগোলিক পরিবেশ গুলি আলোচনা করো এবং ভারতের প্রধান প্রধান উৎপাদক অঞ্চল গুলির নাম লেখ madhymik vugol suggestions madhymik geography Suggestions ucchomadhymik vugol suggestions HS geography Suggestions ভারতের গম বলয়
Q)গম চাষের অনুকূল ও ভৌগোলিক পরিবেশ গুলি লেখ: ভারতের প্রধান প্রধান গম উৎপাদক অঞ্চল গুলির নাম লেখ:- (NO-5, MP-2019)
Written By.. FIROZ MALLICK
Ans) ধানের পর ভারতের দ্বিতীয় খাদ্যশস্য হিসেবে গম অত্যান্ত জনপ্রিয়। গম উৎপাদনে ভারত পৃথিবীর দ্বিতীয় স্থান অধিকার করেছে। গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ গুলি নিম্নে আলোচনা করা হলো:-
A) গম চাষের প্রাকৃতিক পরিবেশ:-
1)জলবায়ু:- ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলের শীতকালীন আবহাওয়া গম চাষের পক্ষে আদর্শ।
2)উষ্ণতা: গম একটি শীতপ্রধান অঞ্চলের ফসল।গম চাষের জন্য বার্ষিক গড়ে 13 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রয়োজন হয়।.. a. বীজের অঙ্কুরোদগম ও চারা বৃদ্ধির সময় প্রায় 10°C থেকে 15 'C উচ্চতা প্রয়োজন হয়। গম একটি রবি শস্য।
b. গম পাকার জন্য প্রায় 20°C বেশি উষ্ণতার প্রয়োজন হয়।
3 ) বৃষ্টিপাত: মাঝারি থেকে কম বৃষ্টিপাত গম চাষের পক্ষে উপযুক্ত। বার্ষিক প্রায় 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত গম চাষের জন্য উপযুক্ত। যেমন-a. 50 সেমির কম বৃষ্টি হলে জলসেচ করতে হয়। b. একটানা বৃষ্টি হলে গমের ক্ষতি হয়।
4) তুহিন মুক্ত অবস্থা: তুষারপাত গম চাষে বিঘ্ন ঘটায়। গম চাষের ক্ষেত্রে প্রায় 110 টি তুষার মুক্ত দিনের দরকার হয়।
5) মৃত্তিকা: চুন সমৃদ্ধ উর্বর মাটিতে গম চাষ ভালো হলেও হালকা এটেল, দুমাস মাটি ও পলি মাটিতেও গম চাষ ভালো হয়।
B) গম চাষের অর্থনৈতিক পরিবেশ:-
6) শ্রমিক: গম চাষের বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকের যথেষ্ট প্রয়োজন হয়। যেমন বীজ বপন, জমি পরিষ্কার, সার ও কীটনাশক দেওয়া, গম কাটা-ঝাড়া প্রভৃতি ক্ষেত্রে শ্রমিক লাগে।
7) পরিবহন ব্যবস্থা:- চাষের ক্ষেত্রে উন্নত মানের পরিবহন ব্যবস্থা থাকা উপযুক্ত। যেমন-
a. সার,বীজ,কীটনাশক সরবরাহের জন্য পরিবহন দরকার।
b. চাষের যন্ত্রপাতি জমিতে নিয়ে যাওয়া, উৎপাদিত গম বাজারে বিক্রির পরিবহন ভালো থাকা দরকার।
8) মূলধন: জমিতে সার, জলসেচ, কীটনাশক দেওয়া, উচ্চ ফলনশীল বীজ কেনা এবং শ্রমিকের খরচ মিলিয়ে যথেষ্ট মূলধন প্রয়োজন হয়।
9) চাহিদা ও বাজার: ভারতের দ্বিতীয় খাদ্যশস্য হিসাবে গম অত্যন্ত জনপ্রিয় অন্যদিকে, ভারত জনবহুল দেশ হওয়ায় অভ্যন্তরীণ বাজারে গ্রামের চাহিদা অনেক বেশি, যা গম চাষের অন্যতম কারণ।
••ভারতের গম উৎপাদক অঞ্চল:- উত্তর প্রদেশ পাঞ্জাব ও হরিয়ানাকে ভারতের প্রধান গম বলায় বলা হয়।
উত্তর প্রদেশ (ভারতের প্রথম স্থান),
পাঞ্জাব (ভারতের দ্বিতীয় স্থান),
মধ্যপ্রদেশ (ভারতের তৃতীয় স্থান)।
এছাড়াও হরিয়ানা,রাজস্থান,বিহার, গুজরাট, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গেও গম চাষ হয়
Comments
Post a Comment