ভারতীয় কৃষির সমস্যা গুলি লেখ এবং সমাধানের উপায় গুলি আলোচনা কর madhymick vugol suggestions madhymik geography Suggestions ucchomadhymik vugol suggestions HS geography Suggestions


Q)ভারতের কৃষির সমস্যা ও সমাধানের পদ্ধতি: (NO-5, নমুনা পত্র)

Written by.......FIROZ MALLICK 



Ans) উন্নয়নশীল দেশ ভারতে জীবিকাসত্তাভিত্তিক পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। ভারতবর্ষে কৃষিকার্যে নানা ধরনের সমস্যা দেখা যায়। সেই সমস্যা গুলি নিম্নে আলোচনা করা হল-


1) উৎপাদন কম—অনুন্নত যন্ত্রপাতি এবং নিম্নমানের বীজ ও সার ব্যবহার হয় বলে ভারতের কৃষিজ ফসলের উৎপাদন কম। 

2) পশু ও পেশী শক্তির ব্যবহার— ভারতীয় কৃষিকাজে পশু শক্তি এবং পেশী শক্তির ব্যবহার বেশি হওয়ায় অনেক সময় লাগে এবং উত্পাদন কম হয়। যা ভারতীয় কৃষির অন্যতম সমস্যা। যেমন- গরুর লাঙ্গল। 

3) পুরাতন কৃষি পদ্ধতি — ভারতের অধিকাংশ পুরাতন পদ্ধতিতে কৃষি কাজ করা হয় ফলে আধুনিকীকরণের অভাব আছে।


4) যান্ত্রিকীকরণের অভাব—ভারতীয় কৃষিকার্যে উন্নতমানের যন্ত্রপাতির ব্যবহার খুবই কম। যেমন- ট্রাক্টর, হারভেস্টার এর অভাব।


5) জমির জোত ছোট—বংশপরম্পরায় জমি জোত বিভাজিত হয়  তাই প্রতিনিয়ত জোত গুলি আয়তনে ছোট হয়েছে, ফলে উৎপাদিত ফসলের পরিমাণ কম হয়।পরিকাঠামো ও মূলধনের অভাব—উন্নত পরিকাঠামো ও অধিক মূলধন বিনিয়োগ অন্যতম সমস্যা।


••ভারতীয় কৃষির সমস্যা সমাধানের পদ্ধতি  :


নিচের পদ্ধতি অবলম্বন করলে ভারতীয় কৃষির সমস্যা সমাধান করা যাবে-


1) উন্নতমানের কৃষি যন্ত্রপাতি ব্যবহার বৃদ্ধি:- বর্তমানে ভারতীয় কৃষিতে উন্নতমানের বড় বড় যন্ত্রপাতির ব্যবহার করতে হবে এবং কায়িক শ্রমের পরিবর্তে যান্ত্রিক শক্তি ব্যবহার করতে হবে। ফলে খুব কম সময়ে অধিক জমি চাষ করা যাবে এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করা যাবে।

2) উচ্চ ফলনশীল (HYV বীজ)বীজের ব্যবহার:-  দেশীয় বীজের পরিবর্তে ল্যাবে তৈরি হাইব্রিড বীজ ভারতীয় কৃষিতে ব্যবহার করাতে হবে। ফলে দ্বিগুণ পরিমাণে কৃষিজ ফসল উৎপন্ন করা সম্ভব হবে।

3) রাসায়নিক সার প্রয়োগ: ভারতীয় কৃষিতে রাসায়নিক সার ব্যবহার করলে অধিক পরিমাণে ফস ল উৎপাদন করা সম্ভব হবে।, 

4)জলসেচ ব্যবস্থার:-  জলসেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে অর্থাৎ নদীগুলোতে বাঁধ তৈরি করে এবং অসংখ্য খাল কেটে সেই জল কৃষিজমিতে ব্যাবহার করলে ভারতীয় কৃষির উন্নতির ঘটবে এবং কৃষির উৎপাদন বৃদ্ধিপাবে।


3) ছদ্ম বেকারত্ব সমস্যা দূরীকরণ: বেকারত্বের সংখ্যা কমাতে হবে এবং এবং কৃষি দপ্তরের পদগুলিতে নিয়মিত নিয়োগ করতে হবে ।


5) কৃষি ঋণ প্রদান :- বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে সল্প সুদে কৃষি ঋণের ব্যবস্থা করতে হবে।

6)সস্য বীমা প্রদান:- প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কৃষকদের রক্ষা করতে শস্য বীমার ব্যবস্থা করতে হবে।

7)সরকারি অর্থ প্রদান :- সরকারের তরফ থেকে কৃষকদের আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে।











Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর