মহীসঞ্চরণ মতবাদের মূলকথা:
ওয়েগনারের মতে, বর্তমানে বিভিন্ন মহাদেশ গুলি বহু কোটি কোটি বছর আগের এক সুবৃহৎ ভূখণ্ডের ভাঙ্গন ও সঞ্চারনের ফলে সৃষ্টি হয়েছে।
মহীসঞ্চরণ তত্ত্বের ব্যাখ্যা :
(i) বিভিন্ন মহাদেশের একত্রে অবস্থান: ওয়েগনারের মতে কার্বনিফেরাস যুগ এর আগে বর্তমানের বিভিন্ন মহাদেশ গুলি একসাথে একটি বৃহৎ স্থলভাগ রূপে অবস্থান করতো যাকে তিনি প্যানজিয়া নামকরণ করেছেন। প্যানজিয়ার চারপাশে একটা বিশাল সমুদ্র ছিল যার নাম দিয়েছেন প্যানথালাসা ।
(ii) মহাদেশ ভাঙ্গন ও বিভিন্ন বল: টারশিয়ারী যুগের প্রথম দিকে জোয়ার ও অসমানুপাতিক মধ্যাকর্ষণ বলের ফলে প্যানজিয়াটি মাঝখান থেকে উত্তর ও দক্ষিণে দুটি খণ্ডে বিভক্ত হয়।
(iii) ভাঙ্গনের স্থান ও নতুন ভূখণ্ড সৃষ্টি: প্যানজিয়ার মাঝখানে টেথিস নামক অগভীর সমুদ্রের অবস্থান ছিল। টেথিস সমুদ্রের উত্তর দিকে অবস্থিত প্যানজিয়ার উত্তর ভাগের ভূখণ্ডটির নাম ছিল অ্যাঙ্গারাল্যান্ড (উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া নিয়ে গঠিত) এবং দক্ষিণ ভাগ গন্ডোয়ানাল্যান্ড' (দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া এবং আন্টাটিকা) নামে পরিচিত ছিল। [মধ্য ভারতের গন্ড উপজাতি দের বাসস্থান থেকে পাওয়া জিবাশ্মের ভিত্তিতে 'গনডোয়ানাল্যান্ড' নামকরণ হয়।]
(iv) মহাদেশ সঞ্চারনের দিক: বিজ্ঞানী ওয়েগনারের মতে মহাদেশ গুলির সঞ্চারণ প্রধানত দুটি দিকে হয়। যথা- উত্তর দিক ও পশ্চিম দিকে।
■ আফ্রিকা,ইউরোপ এবং এশিয়া প্রধানত উত্তর দিকে সঞ্চারিত হয়।
■ উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হয়।
■ মহাদেশ গুলি সঞ্চারনের সময় আন্টার্টিকা দক্ষিণ মেরু অঞ্চলে আবদ্ধ থেকে যায় ।
Comments
Post a Comment