শস্যাবর্তন বা Crop Rotation কি madhymik vugol suggestions HS geography Suggestions ucchomadhymik vugol suggestions HS geography Suggestions
Q) শস্যাবর্তন বা Crop Rotation কি??
Written By....... FIROZ MALLICK
Answer) কৃষি জমির উর্বরতা বৃদ্ধি ও গুণমান ঠিক রাখার জন্য একই জমিতে ঘুরিয়ে-ফিরিয়ে বছরের বিভিন্ন সময়ে আলাদা আলাদা ফসল চাষ করাকে শস্যাবর্তন বলে।
•শস্যাবর্তন বা Crop Rotation এর গুরুত্ব :-
(i) মাটির উর্বরতা বৃদ্ধি—এই পদ্ধতির মাধ্যমে মৃত্তিকার প্রধান পুষ্টি মৌল NPK এর যোগান বজায় থাকে।
(ii) জৈব পদার্থ বৃদ্ধি—জৈব পদার্থ মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। এ স্বর বা শস্যাবর্তন পদ্ধতির ফলে বিভিন্ন শস্যের বিভিন্ন জৈব পদার্থ মাটির সাথে মিশে গিয়ে উর্বরতা বৃদ্ধিতে ওট চাষ সাহায্য করে।
(iii) ফসলের উৎপাদন বেশি—এই পদ্ধতিতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় বলে, উর্বর মাটিতে ফসলের উৎপাদন বেশি হয়।
(iv) উদ্ভিদের রোগ নিয়ন্ত্রণ—মাটির পুষ্টি মৌল উদ্ভিদকে দুর্বল হতে দেয়না ফলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
••উদাহরণ- জমিতে (a) প্রথম বছর গম চাষ (b) দ্বিতীয় বছর আলু বা বিট চাষ, (c) তৃতীয় বছর যব বা ওট (d) পরের বছর ডাল, মটর, ছোলা, শুঁটি জাতীয় নাইট্রোজেন আবদ্ধকারী শস্যের চাষ করা হয়।
Comments
Post a Comment